ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সরকারের ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে সাকিবকে নেন নির্বাচকরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
সরকারের ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে সাকিবকে নেন নির্বাচকরা

সাকিব আল হাসান কী খেলবেন? কানপুরে তিনি অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে এটা ছিল বেশ আলোচনায়। গত ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর হত্যা মামলা হয় তার নামে।

এরপর সাকিব দেশে ফিরতে পারবেন কি না এ নিয়ে বিভিন্ন সংশয় ছিল।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ আগস্ট শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের পর অবসর নিতে চান, এটি জানিয়েছিলেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত তিনি থাকবেন কি না, এ নিয়ে সংশয় ছিল। অবশ্য বুধবার সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  

পরে বিসিবির ভিডিও বার্তায় এ নিয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমরা সবাই ইতোমধ্যে জানি সাকিব ইচ্ছেপোষণ করেছিল মিরপুর টেস্টে টেস্ট থেকে রিটায়ার করবে। আমরা জানি এটা একটা সরকারি ইস্যু ছিল, আমাদের ক্রিকেট বোর্ডের ইস্যু ছিল। আমরা নির্বাচকরা স্বাভাবিকভাবে টিম করার আগে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। বিশেষত ক্রিকেট বোর্ড থেকে যখন ক্লিয়ারেন্স দেওয়া হয় এই খেলোয়াড় এভেইলেবল বা যেকোনো খেলোয়াড় এভেইলেবল তখনই সিলেকশনের কাজ করি। ’ 

‘ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম, সাকিব ইজ এভেইলেবল ফর সিলেকশন। স্বাভাবিকভাবেই আমরা সাকিবকে সিলেক্ট করেছি। এবং এটা একটা আনন্দের বিষয় যে এই ধরনের একটা লিজেন্ড খেলোয়াড়, মিরপুরকে হোম অব ক্রিকেট সেখান থেকে বিদায় নিতে পারছে; এটা খেলোয়াড় হিসেবে তার জন্য যেমন পাওয়া, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের সবার জন্য পাওয়া। ’ 

সাকিবকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি এই ম্যাচটা হয়তো আমাদের একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে। যে ম্যাচ দিয়ে সাকিব ভালো কিছু পারফরমান্সের পাশাপাশি ভালো অবদান রাখবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সাকিবের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। এবং আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় প্রাপ্তি হতে যাচ্ছে এ ধরনের বড় খেলোয়াড় মাঠ থেকে অবসর নিতে যাচ্ছে। ’

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। এরপর অবশ্য ভালো করতে পারেনি ভারতের বিপক্ষে। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই। ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর কথা মাথায় রেখেই দল গড়া হয়েছে বলে জানান হান্নান।

তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যথেষ্ট ভারসম্যপূর্ণ একটা দল। অধিনায়ক, কোচের হাতে বিকল্প আছে। তারা যেভাবে দলটা সাজানোর চেষ্টা করে, বিকল্পটা দিয়েই দল সাজানোর চেষ্টা করেছি। এই দলে যে নেই খালেদ সে এনসিএল খেলবে। ’

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।