ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনুশীলন করলেন আকরাম খান!

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
অনুশীলন করলেন আকরাম খান! ছবি: সংগৃহীত

ঢাকা: মিরপুরের হোম অব ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগের চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ। এরপর হঠাৎই দেখা গেল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানকে অনুশীলনে নেমে পড়তে।



চট্টগ্রামের বিভাগীয় দলের সঙ্গে অনুশীলনে বেশ কিছুক্ষণ ফুটবল খেলে ঘাম ঝড়ালেন, আবার তাকে ব্যাটিং করতেও দেখা গেল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক যেন ফিরে গেলেন সোনালী অতীতে।

আকরাম খান বাংলানিউজকে বলেন, ‘সত্যিটা হলো খেলার প্রতি আমার আগের মতোই আগ্রহ আছে। তাই সুযোগ পেলেই মাঠে নেমে পড়ি। ’

গত ১৫ জানুয়ারি  অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে তাকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।