ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইমরুল-জিয়ার ব্যাটে খুলনার নাটকীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ইমরুল-জিয়ার ব্যাটে খুলনার নাটকীয় জয়

ঢাকা: অসম্ভব-অবিশ্বাস্য বলতে পারেন অনেকেই। ম্যাচের গতিপথ দেখে আঁচ করার কোনো উপায়ই ছিলো এ ম্যাচে ফল আসতে পারে।

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার-তার প্রমান মিললো বিকেএসপির ২ নম্বর মাঠে। জাতীয় ক্রিকেট লিগের বরিশাল-খুলনার ম্যাচে।

দ্বিতীয় ইনিংসে আগের দিনের করা ৪ উইকেটে ৩৪৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা বরিশাল অলআউট হয় ৪০২ রান করে।

বুধবার ম্যাচের শেষ দিনে প্রথম সেশনেই বাকি ৬ উইকেট হারায় বরিশাল বিভাগ। প্রথম ইনিংসে ১১৯ রানে এগিয়ে থাকায় খুলনা বিভাগের টার্গেট দাঁড়ায় ২৮৩ রান। তখন দিনের ৬৪ ওভার খেলা বাকি।

শেষ দিনের চা-বিরতির পরের ঘন্টা পর্যন্ত ব্যাটিং করে খুলনা স্কোরবোর্ডে সংগ্রহ করে ৪৯ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান। শেষ ১৫ ওভারে তখনও জয়ের জন্য প্রয়োজন ১৪৮ রান। এমনই এক সমীকরণকে সম্ভব করেছেন ইমরুল কায়েস ও জিয়াউর রহমান মিলে।

সেটিও দিনের খেলা শেষ হওয়ার এক ওভার বাকি থাকতেই। খুলনাকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন কায়েস-জিয়া জুটি। তারা দু’জন অবিচ্ছিন্ন থেকে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৬৬ বলে ১২২ রান। ইমরুল কায়েস ১২৭ ও জিয়াউর রহমান ৬৫ রান করে খুলনাকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ইমরুল ১৮৩ বলে ৯টি চার ৩টি ছক্কায় এ রান করেন। আর জিয়া ৬৫ রান করতে বল খেলেন মাত্র ৩১টি বল। সঙ্গে ছিল ৭টি ছক্কা ও ২টি চারের মার।

প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয় বরিশাল। জবাবে ইমরুল কায়েসর ১৬৬ রানের ইনিংসে ভর করে ৩৯০ রান করে খুলনা বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।