ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে মাঠে নামছেন ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
টাইগারদের বিপক্ষে মাঠে নামছেন ক্লার্ক সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠের বিশ্বকাপে অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবেই মাঠে থাকবেন মাইকেল ক্লার্ক। এমনটিই জানিয়েছেন দলের প্রধান কোচ ড্যারেন লেহমান।



হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে ফিরে ক্লার্ক আগামীকাল ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ান একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে অংশগ্রহন করবেন। পরে লেহমান আরো বলেন, ক্লার্ক বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট।

লেহমান আরও বলেন, ‘আমরা সবাই জানি সে সুস্থ এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত। সে দলের মূল অধিনায়ক আর বিশ্বকাপে সেই অজিদের নেতৃত্ব দিবে। আমরা তার প্রতি আত্মবিশ্বাসী। আর সেও আত্মবিশ্বাসী, এটাই আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। ’

এর আগে ৩৩ বছরের ক্লার্ক ডিসেম্বরে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন। পরে তিনি জানিয়েছিলেন, ইনজুরির অবস্থা গুরুতর হলে তিনি হয়তো আর খেলবেন না।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।