ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ধারাভাষ্যে কেভিন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ধারাভাষ্যে কেভিন পিটারসেন কেভিন পিটারসেন

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেট  ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করার কথা ছিল তার। কিন্তু তাকে আর মাঠে দেখা যাবে না কিন্তু থাকবেন বিশ্বকাপে  বিবিসির রেডিও সার্ভিসে শোনা  যাবে তার কন্ঠ।

ইংল্যান্ডের বহিস্কৃত ব্যাটসম্যান কেভিন পিটারসেন বিবিসিতে ধারাভাষ্য দেওয়ার জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন।
 
ইংল্যান্ড দল থেকে বহিস্কার হওয়ার পর ফ্রিল্যান্স ক্রিকেটার হিসেবেই বিভিন্ন লিগ খেলছেন এই মারকুটে ব্যাটসম্যন।
 
ধারাভাষ্যকার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছসিত পিটারসেন, ‘ আমি খুশি এখন শুধু অপেক্ষায় আছি কাজ কখন শুরু হবে তার জন্যে, খুবই ভালো সময় কাটবে’
 
পিটারসেন আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন বলে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।