ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টাইগার শিবিরে দুঃশ্চিন্তা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
টাইগার শিবিরে দুঃশ্চিন্তা! সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের মূল প্রস্তুতি ম্যাচের আগেই দুঃশ্চিন্তা দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে আন-অফিসিয়াল দুটি ম্যাচে হারই শুধু নয়; মাশরাফির ইনজুরি ও তামিম ইকবালের এখনো ম্যাচে না ফেরাও দুশ্চিন্তার অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে।



বৃহস্পতিবার দ্বিতীয় আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি তামিম ইকবাল। হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি।

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে রান পাননি বাংলাদেশ দলের নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

সাকিব প্রথম ম্যাচে ১৫ আর দ্বিতীয় ম্যাচে করেছেন মাত্র ২ রান। মুশফিকুর রহিম প্রথম ম্যাচে ১৯ এবং দ্বিতীয় ম্যাচে করেছেন মাত্র ৮ রান। ওপেনিংয়ে দু’ম্যাচেই ব্যর্থ এনামুল হক বিজয়। দুই ম্যাচ মিলে করেছেন মাত্র ১৩ রান।

তবে দুই ম্যাচ হারের হতাশার মাঝে আশার প্রদীপ জ্বালিয়েছেন মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানিরা। প্রথম ম্যাচে দলের হাল ধরে ৫২ রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন মুমিনুল। তরুণ সৌম্য সরকার, সাব্বির রহমানরাও অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের সক্ষমতা তুলে ধরেছেন। ত্রিশোর্ধ দুটি ইনিংস খেলেছেন সাব্বির রহমান। সৌম্য সরকার প্রথম ম্যাচে ৩৩ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছেন ১৫ রান। বোলিংয়েও সাব্বির-সৌম্য ভূমিকা রেখেছেন দলের হয়ে। আরাফাত সানির ইকোনমি রেট চোখে লাগার মতো।

অভিজ্ঞদের মাঝে নিজেকে মেলে ধরতে পেরেছেন শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ। দু’ম্যাচে মিলে ব্যাটম্যানদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। প্রথম ম্যাচে ৪২ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছন ৩৬ রান।

আন-অফিসিয়াল ম্যাচে হার-জিত তেমন গুরুত্বপূর্ন না হলেও আসল প্রস্তুতি ম্যাচের আগে নিজেদেরকে মানিয়ে নেয়া, গুছিয়ে নেয়া বিবেচ্য। তা হয়নি বাংলাদেশ দলের। দুটি ম্যাচে আগে ব্যাট করেও ৪৫ ওভারের বেশি খেলতে পারেনি টাইগাররা। পুরো ওভার শেষ করার আগে চাপবিহীন ম্যাচে অলআউট হয়ে যাওয়ার প্রবনতা শঙ্কা তৈরি করেছে। বিশ্বকাপে ভালো করতে পারবে তো বাংলাদেশ?

ভালো করার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরুর প্রায় তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়া পাড়ি জমায় বাংলাদেশ দল। ২৭ জানুয়ারি থেকে অ্যালান বোর্ডার ফিল্ডের অস্থায়ী ক্যাম্পে বাংলাদেশ দল কন্ডিশনকে মানিয়ে নিতে অনুশীলন শুরু করে। লম্বা সময় সেখানে কাটানোর পরও এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন টাইগার সমর্থকরা।

একাদশতম বিশ্বকাপ আসর শুরুর আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আগামী ৯ ফেব্রুয়ারি ব্লাক টাউনে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার দু’দিন পর ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী। এ দুটি ম্যাচে ভালো করে মূল লড়াইয়ের আগে আত্মবিশ্বাস অর্জন করতে হবে ক্রিকেটারদের।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।