ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন-ওয়ার্নের দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
শচীন-ওয়ার্নের দল চূড়ান্ত ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেট অল স্টারস সিরিজে শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের দল চূড়ান্ত হয়ে গেছে। অবসর নেওয়া সাবেক ক্রিকেটারদের নিয়ে দুই দলের জমজমাট টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ০৭ নভেম্বর।



নিউইয়র্কের সিটি ফিল্ডে শচীন ব্লাস্টার্সের মুখোমুখি হবে ওয়ার্ন ওয়ারিয়রস। আমেরিকার স্থানীয় সময় দুপুর দেড়টায় বহুল প্রতিক্ষীত ম্যাচটি শুরু হবে। অল স্টারস সিরিজের বাকি দু’টি ম্যাচ  অনুষ্ঠিত হবে হিউস্টন ও লস ‍অ্যাঞ্জেলসে। যথাক্রমে ১১ ও ১৪ নভেম্বরের ম্যাচ দিয়ে উদ্বোধনী আসরটির ইতি ঘটবে।

ইতিহাসের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান শচীন ও ব্রায়ান লারা একই দলে খেলবেন। ১৫ সদস্যের দলে শচীনের সাবেক সতীর্থ ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলী ও বীরেন্দর শেবাগ রয়েছেন। এছাড়াও বোলিং সাইডে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা, কার্টলি অ্যামব্রোস, শন পলক ও মুত্তিয়া মুরালিধরনের মতো সাবেক তারকারা।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ৠান্ডম ড্র অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ক্রিকেটারদের দলে টানেন শচীন ও ওয়ার্ন।   শচীনের মতো ওয়ার্নও তার সাবেক সতীর্থ ম্যাথু হেইডেন, রিকি পন্টিং ও অ্যান্ড্রু সাইমন্ডসকে দলে পায়। ১৪ সদস্যের স্কোয়াডে বোলারদের মধ্যে রয়েছেন কোর্টনি ওয়ালস, ওয়াসিম আকরাম ও অ্যালান ডোনাল্ডের মতো সাবেক কিংবদন্তি পেসার রয়েছেন।

ড্রয়ের মাধ্যমে ২৬ জন সাবেক ক্রিকেটার নিষ্পত্তি হলেও শোয়েব আখতারের হিসেবেটি ভিন্ন। পাকিস্তানের সাবেক স্পিডস্টারকে দলে পেতে শচীন-ওয়ার্ন দু’জনই মুখিয়ে ছিলেন। সম্প্রতি শচীনের দলেই খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন শোয়েব। শেষ পর্যন্ত তার মনের ইচ্ছাটাই পূরণ হয়েছে।

টসের মাধ্যমে শোয়েবের ভাগ্য নির্ধারিত হয়। শেন ওয়ার্ন কয়েনের হেডস কল করেন। কিন্তু, টসে হেরে যান অজি কিংবদন্তি। আর শচীনের দলে যুক্ত হন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

শচীন’স ব্লাস্টার্স: শচীন টেন্ডুলকার (অধিনায়ক) ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, মাহেলা জয়াবর্ধনে, কার্ল হুপার, ল্যান্স ক্লুজনার, শন পলক, মঈন খান, গ্রায়েম সোয়ান, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতার ও কার্টলি অ্যামব্রোস।

ওয়ার্নস ওয়ারিয়রস: শেন ওয়ার্ন (অধিনায়ক), ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ভন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু সাইমন্ডস, জন্টি রোডস, সাকলাইন মোস্তাক, ওয়াসিম আকরাম, ড্যানিয়েল ভেট্টরি, কোর্টনি ওয়ালস, অ্যালান ডোনাল্ড ও অজিত আগারকার।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।