ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রশাসনের নাকের ডগায় চলছে টিকিট কালোবাজারি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
প্রশাসনের নাকের ডগায় চলছে টিকিট কালোবাজারি ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এত সতর্ক বার্তা এত দেন-দরবার তারপরেও থেমে নেই টিকিট কালোবাজারি। আগের সিরিজগুলোর ধারাবাহিকতায় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজেও স্টেডিয়াম প্রাঙ্গনে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে টিকিট।

১০০ টাকার টিকিট তিন থেকে সাড়ে তিনশ টাকা দামে আর ৩০০ টাকার টিকিট আগ্রহী ক্রিকেট প্রেমীরা কিনছেন সাড়ে ৫’শ থেকে ৬’শ টাকা দামে।

মজার ব্যাপার হল, টিকিট কালোবাজারির এই ন্যাক্কার ঘটনাগুলো ঘটছে স্টেডিয়াম প্রাঙ্গনে কর্মরত পুলিশ প্রশাসনের  চোখের সামনেই। আবার কখনো এই পুলিশই অবৈধ বিক্রেতার ভুমিকা পালন করছেন।

শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে শের-ই-বাংলা জাতীয় স্টোডয়ামের ২ ও ৩ নম্বর গেটের মাঝখানে এমন দৃশ্য চোখে পড়ে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানালেন, শুধু এখানেই নয়, স্টেডিয়ামের চারপাশে এভাবেই  বেআইনিভাবে টিকিট বিক্রি হচ্ছে।

জিজ্ঞেস করা হল কয়েকজন ক্রেতাকে। কেন এইভাবে টিকিট কিনছেন? ‘ব্যাংকে যেতে ইচ্ছে করছিল না তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, ব্ল্যাকে টিকিট কিনবো। ’

এটা অন্যায় জেনেও কেন কিনলেন আর পুলিশ দেখলে? উত্তরে বললেন, ‘অনেকেই তো কিনছে। আর পুলিশ? ওনারাইতো নির্বিঘ্নে ব্ল্যাকে টিকিট বিক্রি করছে। ’

কৌতুহল নিয়ে জিজ্ঞেস করা হল পুলিশ টিকিট কোথায় পায়? উত্তরে ব্ল্যাকে ক্রয় করা ক্রেতারা বললেন, ‘এই ধরেন আমি ব্ল্যাকে কিনছি। টিকিটসহ আমাকে ধরতে পারলে ওইটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওই টিকিটটাই দালাল দিয়ে আরেকজনের কাছে বিক্রি করাবে। ’

বাংলাদেশ সময় ১৪৩৪ ঘন্টা, ৭ নভেম্বর ২০১৫    
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।