ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

হাতি পেটানোর মতো ছক্কা মারলেন তামিম!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
হাতি পেটানোর মতো ছক্কা মারলেন তামিম! ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: লুক জঙ্গো বল ছুঁড়ে মারলেন। মুহূর্তে বলটি যেন আকাশ ছুঁয়ে সোজা মাঠ ছাড়া।

ধারাভাষ্যকারের মনে হলো, তামিম ইকবাল হাতি পেটানোর মতো ডাউন দ্য ট্র্যাকে এসে এই বিশাল ছক্কাটি হাঁকিয়েছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের তিনটি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার লিটন দাসকে।

শুরুতে এ হোঁচটের পর ওয়ান ডাউনে ব্যাট করতে নামা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন আরেক ওপেনার তামিম। সতর্কতার মধ্যেই মাঝেমধ্যে বলকে মাঠছাড়া করছিলেন।

এরমধ্যে ষষ্ঠ ওভারে জঙ্গো বল করতে এলে প্রথম চারটি বলই দেখেশুনে খেলেন তামিম। এ চার বলে কোনো রান না এলেও পুরো ওভারের রান তোলার জন্য পঞ্চম বলটিকেই বেছে নেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। জঙ্গো বল ছুঁড়তেই সামনে আগ বাড়িয়ে সেটিকে পিটিয়ে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে।

ধারাভাষ্যকার বলতে থাকেন, ‘ছক্কা! তামিম ডাউন দ্য ট্র্যাকে ছুটে এসে হাতি পেটানোর মতো বলটি সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। ’

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।