ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাহাড়সম রানের সামনে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
পাহাড়সম রানের সামনে কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার অলরাউন্ড নৈপুণ্যে রীতিমত বিধ্বস্ত নিউজিল্যান্ড। ব্রিসেবেন টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের পথে অজিরা।

তৃতীয় দিন শেষে ৫০৩ রানের বিশাল লিড নিয়েছে স্বাগতিকরা। জয়ের জন্য কিউইদের সামনে পাহাড়সম লক্ষ্যই অপেক্ষা করছে।

স্কোর: অস্ট্রেলিয়া – ৫৫৬/৪ ডিক্লে. ও ২৬৪/৪
নিউজিল্যান্ড – ৩১৭

শনিবার (০৭ নভেম্বর) আগের দিনের করা পাঁচ উইকেটে ১৫৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে কিউইরা। ব্যক্তিগত ৩২ রানে বিজে ওয়াটলিং আউট হলেও ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন কেন উইলিয়ামসন (১৪০)। অজিদের বিধ্বংসী বোলিংয়ের সামনে উইলিয়ামসনই প্রতিরোধ গড়েন। তার বিদায়ের মধ্য দিয়েই ৩১৭ রানে সফরকারীদের প্রথম ইনিংসের ইতি ঘটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ করেন ওপেনার টম লাথাম।

অজিদের হয়ে মিচেল স্টার্ক একাই নেন চার উইকেট। মিচেল জনসন তিনটি উইকেট লাভ করেন। জস হ্যাজেলউড, নাথান লিওন ও মিচেল মার্শ একটি করে উইকেট নেন।

ডেভিড ওয়ার্নার  ও জো বার্নস যেন আরো জ্বলে ওঠেন। প্রথম ইনিংসে ১৬১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানের পার্টনারশিপ গড়েন এ ওপেনিং জুটি। প্রথমবার মিস করলেও শতক তুলে নেন বার্নস (১২৯)।

অন্যদিকে, দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান ওয়ার্নার (১১৬)। এরপর ‍অধিনায়ক স্টিভেন স্মিথ (১) ও ‍মিচেল মার্শ (২) দ্রুত ফিরে গেলেও ততক্ষণে বিশাল লিড দাঁড় করায় অজিরা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা ৯ ও অ্যাডাম ভোজেস ১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

বার্নস, ওয়ার্নার ও মিচেল মার্শকে প্যাভিলিয়নে ফেরান ডানহাতি স্পিনার মার্ক ক্রেইগ। ট্রেন্ট বোল্টের বলে উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন স্মিথ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।