ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অ্যাডিলেড-হোবার্ট টেস্টে ছিটকে গেলেন খাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
অ্যাডিলেড-হোবার্ট টেস্টে ছিটকে গেলেন খাজা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার আগামী দুটি টেস্টের জন্য ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে উসমান খাজা ইনজুরিতে পড়ায় এমন শঙ্কা জেগেছে অজি দলে।

অ্যাডিলেডে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ও আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্ট থেকে বাদ পড়লেন এ বাঁহাতি।

পার্থ টেস্টে ফিল্ডিং করার সময় বাঁ পায়ে হ্যামিস্ট্রিংয়ের চোট পান খাজা। হ্যামিস্ট্রিংয়ের ইনজুরিতে এর আগেও পড়েছিলেন তিনি।

খাজার পরিবর্তে অজি দলে ঢুকতে পারেন শন মার্শ অথবা ক্যামেরুন ব্যানক্রফ্ট। আর প্রয়োজনে নিজের আগের পজিশন তিন নম্বরে ফিরে আসতে পারেন অধিনায়ক স্টিভেন স্মিথ। খাজা স্কোয়াডে থাকায় স্মিথ চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন।

ওপরের যে ব্যাটসম্যানই সুযোগ পান না কেন তাদের  অ্যাডিলেডে দিবা-রাত্রির তৃতীয় টেস্টে টপ অর্ডারে নামতে হতে পারে। তবে, ক্যারিবীয়দের বিপক্ষে হোবার্ট টেস্টে ফিরবে আগের ফরম্যাটে।

এদিকে দীর্ঘদিন পর অজি দলে সুযোগ পেয়ে নিজের নামের প্রতি সুবিচার করেন খাজা। কিউইদের বিপক্ষে ব্রিসবেনে প্রথম টেস্টে ১৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। আর দ্বিতীয় টেস্টে পান সেঞ্চুরির দেখা। তবে ইনজুরিতে থাকলেও মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খেলার ব্যাপারে আশাবাদী খাজা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।