ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার বছর পর টি-টোয়েন্টিতে ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
চার বছর পর টি-টোয়েন্টিতে ইমরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: একদিনের ক্রিকেট থেকেই ছিটকে পড়েছিলেন ইমরুল কায়েস। টেস্ট ক্রিকেটার হিসেবেই ভাবা হচ্ছিলো তাকে।

জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে সৌম্য সরকার ইনজুরিতে পড়ায় হঠাৎ করেই ফের ওয়ানডে দলে ডাক পান তিনি। প্রত্যাবর্তনও হয় রাজসিক। বিশ্বকাপ ব্যর্থতার পর দলে ফিরে তিন ম্যাচের দু’টিতেই করেন অর্ধশতক।
 
ব্যাটে রান পাওয়ার সুবাদে টি-টোয়েন্টি দলেও জায়গা হয় ইমরুলের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ হলো তার। লিটন দাসের ফর্মহীনতায় একাদশে ইমরুলকে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি টিম ম্যানেজমেন্টকে।
 
চার বছর পর আবার টি-টোয়েন্টিতে নামছেন তিনি। ২০১১ সালের  নভেম্বরে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইমরুল কায়েস। ধুম-ধাড়াক্কার টি-টোয়েন্টি ক্রিকেটে এ অবধি বাংলাদেশের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
 
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, আরফাত সানি ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।