ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই দিলশানের বিদায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
শুরুতেই দিলশানের বিদায় ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ব্যাটিংয়ে নেমে চিটাগং ওপেনার লঙ্কান তারকা দিলশান ফিরে গেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই দিলশানকে মুমিনুল হকের তালুবন্দি করে ফিরিয়ে দেন সুবাশিষ রায়।

দুই ওভারে ভাইকিংসের সংগ্রহ ১৬ রান। উইকেটে রয়েছেন তামিম ইকবাল এবং ইয়াসির আলি।

এর আগে ২৬ মিনিট বিলম্বে বিপিএলের তৃতীয় ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসের নির্ধারিত সময়ে চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম মাঠে এসে ম্যাচ রেফারির সঙ্গে দাঁড়িয়ে থাকলেও সেখানে দেখা যায়নি প্রতিপক্ষের অধিনায়ক মুশফিকুর রহিমকে। তবে, টস বিলম্ব নিয়ে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সিলেট সুপার স্টারসের দুই খেলোয়াড়ের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে জটিলতা থাকায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি।

পরে, টস জিতে দিনের প্রথম ম্যাচে সিলেট দলপতি মুশফিক ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দুপুর দুইটায় চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টারসের মধ্যকার ম্যাচটি ২০ মিনিট বিলম্বে মাঠে গড়ানোর কথা থাকলেও ১ ঘণ্টা ৯ মিনিট পর শুরু হয়। ব্যাট হাতে নামেন চিটাগংয়ের দুই ওপেনার তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান। এর আগে মাঠে নেমেও তারা আবারো ড্রেসিং রুমের পথে ফিরে যান।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা পৌনে ৭টায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স লড়বে মাহামুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে রংপুর জয় দিয়ে তাদের বিপিএল যাত্রা শুরু করে। তামিমের ভাইকিংসকে উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষ বলে হারায় সাকিব বাহিনী। আগে ব্যাট করে তামিমের দল ১৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়া রংপুরকে পাকিস্তানি ব্যাটসম্যান মিসবাহ এবং লঙ্কান তারকা থিসারা পেরেরা ঝড়ো ইনিংস খেলে জয়ের পথে এগিয়ে নেন।

মুশফিকের সিলেট আজ প্রথম ম্যাচ খেলতে নামছে। এদিকে মাহামুদুল্লাহ রিয়াদের বরিশালও নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে।

সিলেট সুপারস্টারস: মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, অজন্তা মেন্ডিস, মোহাম্মদ শহীদ, মমিনুল হক, সুবাশিষ রায়, দিলশাল মুনাবেরা, নাজমুল হোসাইন, নাজমুল হোসেন মিলন ও নুরুল হাসান।
 
চিটাগং ভাইকিংস: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, ইয়াসির আলী, আসিফ আহমেদ রাতুল, মোহম্মদ আমির, জীবন মেন্ডিস, সাঈদ আজমল ও দিলশান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এমআর

** আদৌ মাঠে গড়াবে কি ম্যাচ?
** চরম নাটকীয়তায় বিলম্ব হচ্ছে ম্যাচ
** টস জিতে ফিল্ডিং নিয়েছে সিলেট
** মুখোমুখি চট্টগ্রাম ও সিলেট, টসে বিলম্ব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।