ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ম্যাচকে নিয়ে লম্বা নাটক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
তৃতীয় ম্যাচকে নিয়ে লম্বা নাটক ছবি:শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: সোয়া এক ঘণ্টাজুড়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঞ্চস্থ হয়েছে লম্বা নাটকের। নিয়মানুযায়ী সোমবার (২৩ নভেম্বর) দুপুর দুইটায় শুরু হওয়ার কথা ছিলো চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টারসের ম্যাচ।

যথাসময়েই খেলোয়াড় তালিকা হাতে মধ্য মাঠে আসেন চিটাগং অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ রেফারি রকিবুল হাসানও নেমেছিলেন মাঠে। কিন্তু খবর নেই সিলেট অধিনায়ক মুশফিকুর রহিমের। নির্ধারিত সময়ের ২৬ মিনিট পর টস করতে এলেন মুশফিক। টসের পর সোয়া দুইটায় ম্যাচ শুরুর সময় নির্ধারণ করেন আম্পায়াররা। টসে জিতে ফিল্ডিং নিয়ে মাঠেও নামে সিলেট।

চিটাগং ভাইকিংসের দুই ওপেনার তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান ব্যাট হাতে ‍উইকেটের কাছাকাছি এসে দেখলেন সিলেটের একাদশে রবি বোপারা ও জশুয়া কবকে। তাতেই মেজাজ হারান তামিম। কারণ যে দুইজন বিদেশি ক্রিকেটারকে তারা নামিয়েছেন তারা ছিলেন না টসের আগে দেওয়া খেলোয়াড় তালিকাতেই। বিদেশি ছিলেন কেবল দুই শ্রীলঙ্কান দিলশান মুনাবেরা ও অজন্তা মেন্ডিস।

নিয়ম অনুযায়ী এটাও করতে পারে না সিলেট। একাদশে চারজন বিদেশি খেলোয়াড় রাখতেই হবে। কিন্তু বিপিএলের টেকনিক্যাল কমিটি দুজন বিদেশি নিয়েই খেলার অনুমতি দেয় সিলেট সুপার স্টারসকে।

এ জন্য মাঠেই বিরক্তি প্রকাশ করেন চিটাগং অধিনায়ক তামিম। ড্রেসিংরুমের সামনে বাউন্ডারি সীমানার ভেতর দাঁড়িয়ে থাকেন তামিম-দিলশান। এই নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আর বিপিএলের টেকনিক্যাল কমিটির মধ্যে চলে উত্তেজনা। শেষ দিকে বিপিএল টেকনিক্যাল কমিটির অনুরোধে ইংল্যান্ডের দুই খেলোয়াড়কে ছাড়াই সিলেট মাঠে নামতে রাজি হয়। কিন্তু বেঁকে বসে চিটাগং।  

সিলেটের ফ্র্যাঞ্চাইজি মালিক আজিজুল ইসলাম কিছু বলতে গিয়েছিলেন তামিমকে। প্রতিক্রিয়ায় মাঠে দাঁড়িয়ে সবার সামনেই চিৎকার করে তাকে থামিয়ে দেন তামিম। প্যাড-গ্লাভস খুলে দল নিয়ে ঢুকে যান ড্রেসিংরুমে। পরে চিটাগং ভাইকিংসের উপদেষ্টা আকরাম খানের সঙ্গেও কথা কাটাকাটি হয় আজিজুল ইসলামের। শেষ দিকে ড্রেসিংরুমে বিসিবির এক পরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় চিটাগং কোচ মারভান আতাপাত্তুর সঙ্গে। আতাপাত্তু নিজেকে চিটাগংয়ের কোচ পরিচয় দিয়ে তার কথার যথার্থতা বোঝাতে চান।

অন্যদিকে বিসিবি পরিচালক বিপিএলের কি দায়িত্বে আছেন সেটিও আতাপাত্তুকে বুঝিয়ে দেন। এসময় একে অপরের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাগান্বিত অবস্থায় ড্রেসিংরুম থেকে বের হয়ে যান বিসিবি’র ওই পরিচালক।

এতসব নাটকীয়তার পর শুরু হয় ২০ ওভারের ম্যাচটি। দুই বিদেশি নিয়েই মাঠে নামে সিলেট সুপারস্টারস।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।