ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নারী দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নারী দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: চলতি মাসের ২৮ তারিখ থেকে থাইল্যান্ডের ব্যাংককে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। এ আসরে বাংলাদেশের নারী দল খেলবে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

এ জন্য জাহানারা আলমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৮ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। ২৬ নভেম্বর ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাহানারা আলমের দল। ৬ ডিসেম্বর শেষ হবে বাছাইপর্বের খেলা। ২০১৬ সালের মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর।

বাংলাদেশ স্কোয়াড: জাহানারা আলম (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মন্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার, শায়লা শারমিন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।