ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে ক্রিকেটে থাকতে পারতেন জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ওয়ানডে ক্রিকেটে থাকতে পারতেন জনসন ছবি: সংগৃহীত

ঢাকা: পার্থ টেস্ট দিয়ে অনেকটা হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মিচেল জনসন। অস্ট্রেলিয়ার পেস আক্রমণে নেতৃত্ব দেওয়া বোলারের অবসরে উদ্বিগ্ন কোচ ড্যারেন লেহম্যান।

অন্তত সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যেতে জনসনকে রাজি করানোর সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন অজি কোচ। কিন্তু, শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকেন ৩৪ বছর বয়সী এ পেসার।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। উল্লেখ্য, জনসনের বিদায়ী ম্যাচটি (১৩-১৭ নভেম্বর) ড্রতে নিষ্পত্তি হয়। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচের শেষ ইনিংসে নিউজিল্যান্ডের দু’টি উইকেটই লাভ করেন জনসন। পার্থ টেস্টের স্কোর ছিল এরকম: অস্ট্রেলিয়া – ৫৫৯/৯ ডিক্লে. ও ৩৮৫/৭ ডিক্লে, নিউজিল্যান্ড – ৬২৪ ও ১০৪/২।

এক সাক্ষাৎকারে লেহম্যান বলেন, ‘তৃতীয় দিনের (পার্থ টেস্ট) পরই স্টিভেন স্মিথ ও আমাকে অবসরের কথা জানায় জনসন। শেষ পর্যন্ত তাই হলো। আমরা তাকে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। ওয়ানডে ক্রিকেটে অজি দলের জন্য তার মতো অভিজ্ঞতা সম্পন্ন বোলারের বিকল্প নেই। ব্যক্তিগতভাবে আমি তাকে রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু, সে তার চূড়ান্ত সিদ্ধান্ত থেকে সরে আসেনি। ’

সূত্রমতে, সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও ঘরোয়া টি-টোয়েন্টি খেলতে পারেন জনসন। ইতোমধ্যেই বিগ ব্যাশে চুক্তি সম্পন্ন করতে জনসনের ম্যানেজার স্যাম হ্যালভরসেনের সঙ্গে আলোচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্স।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।