ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমদের কৌশল ভাঙতেই আগে নামেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
তামিমদের কৌশল ভাঙতেই আগে নামেন মাশরাফি ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: নিয়মিত ৭-৮ নম্বরে ব্যাটিং করলেও চিটাগংয়ের বিপক্ষে হাইস্কোরিং ম্যাচে পাঁচ নম্বরে নামেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অসাধারণ ব্যাটিং করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

মারলন স্যামুয়েলসের সঙ্গে ১২৩ রানের জুটি গড়ে কঠিন ম্যাচকে সহজ বানিয়ে ৭ বল আগেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেন মাশরাফি। ৩২ বলে ৫৬ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন কুমিল্লার দলপতি।

যে পরিকল্পনায় পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন মাশরাফি তাতে শতভাগ সফল এই ক্রিকেটার। ম্যাচ শেষে মাশরাফি জানান আগে ব্যাট করা পরিকল্পনারই একটি অংশ, ‘চিটাগংয়ের বোলারদের একটু ভড়কে দেওয়ার জন্য আগে নেমেছি। তামিমদের পরিকল্পনা ছিল ডেথ ওভারে আমির বল করবে। আমি গেলে হয়তো পেস বোলার আনবে। তাহলে স্পিনার থেকে যাবে। আমি যদি আউটও হয়ে যেতাম, ওই সময় তাদের স্পিনার ব্যবহার করতে হতো। এই পরিকল্পনা করেই নামি। ’
 
১৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে তিন উইকেট হারায় কুমিল্লা। এরপরও জয়কে সহজ করে দেন মাশরাফি। স্যামুয়েলস উইকেটে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে বলে জানান মাশরাফি, ‘আগে ক্লাব ক্রিকেটে ৫০ করেছি। ফিনিশের চিন্তা কখনো করিনি। শেষে গিয়ে সবসময় আমি আউট হয়ে যাই। কিন্তু আজ স্যামুয়েলস ছিল বলে নিজেকে নিয়ন্ত্রণ করেছি। ভেবেছি রান যখন দরকার হবে সে চার্জ করবে। ১৮তম ওভারে শফিউলকে মেরে কিন্তু স্যামুয়েলস ম্যাচ জিতিয়ে দেয়। তার ওপর একটা বিশ্বাস ছিল। আমিও চেয়েছি  বেশিরভাগ সময় স্যামুয়েলসকে স্ট্রাইক দিতে। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।