ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আপসেট ঘটাতে চায় স্কটল্যান্ড

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আপসেট ঘটাতে চায় স্কটল্যান্ড

কক্সবাজার শেখ কামাল স্টেডিয়াম থেকে: ম্যাচের আগেই বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না বলে হুংকার দিয়ে রাখল স্কটল্যান্ড অনূর্দ্ধ ১৯ দলের অধিনায়ক নেইল ফ্লাক।

শনিবার দুপুরে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করে স্কটল্যান্ড অনূর্দ্ধ ১৯ দল।

এসময় স্কটল্যান্ড ক্যাপ্টেন সাংবাদিকদের বলেন, আগামী (৩১ জানুয়ারি) ম্যাচে বাংলাদেশ ফেবারিট এটা স্পষ্টভাবে বোঝা যায়। তবে বাংলাদেশের জয় সহজে হবে না। আমরা আপসেট ঘটাতে চাই। ’

এর আগে ২৯ জানুয়ারি এ মাঠেই নামিবিয়ার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্কটল্যান্ড, তাও ম্যাচের ১৪৪ বল বাকি থাকতেই। তাই বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা অবশ্যই জিততে হবে স্কটল্যান্ডকে।

স্কটল্যান্ড ক্যাপ্টেনেরও ভালোই জানা আছে এ বিষয়টি। তাই তার কণ্ঠে ঝরে আত্মবিশ্বাসী বক্তব্য। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আমাদের মাস্ট উয়িন গেম। আমরা আমাদের সেরাটা দিয়ে এ ম্যাচে জেতার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।