ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চ ছড়িয়ে গ্রীন ইউনিভার্সিটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
রোমাঞ্চ ছড়িয়ে গ্রীন ইউনিভার্সিটির জয়

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ফেয়ার প্লে কাপ ক্রিকেট টুর্নামেন্টে শনিবারের (৩০ জানুয়ারি) খেলায় জয় পেয়েছে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)।

দিনের একমাত্র ম্যাচে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর বিপক্ষে ১ রানের জয় পায় গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)।



টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এসইউবি। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান করে জিইউবি। দলের হয়ে আখতার ১৮ বলে ২৩ রান করেন। এসইউবি’র আরিয়ান ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

জবাবে, ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান করে এসইইউবি। দলের হয়ে আলম ২৮ বলে ২২ রান করেন। জিইউবি’র যুবায়ের ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জিইউবি’র যুবায়ের।

২৪ জানুয়ারি থেকে শুরু হয় টুর্নামেন্টটি। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের বৃহত্তম এ আসর।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।