ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৭ ওভার শেষে কলকাতা ১৫৫/৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ২২, ২০১৬
১৭ ওভার শেষে কলকাতা ১৫৫/৫ ছবি: সংগৃহীত

ঢাকা: প্লে-অফ নিশ্চিত করতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জয়ের বিকল্প নেই। বাঁচা-মরার এ লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে কলকাতা।

রোববার (২২ মে) ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়।

এ রিপোর্ট লেখা অবধি কলকাতা ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে।

কলকাতার হয়ে ব্যাটিং উদ্বোধনে আসেন দলপতি গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পা। আর বল হাতে হায়দ্রাবাদের আক্রমণ শুরু করেন ভুবনেশ্বর কুমার। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে আউট হন উথাপ্পা। বারিন্দ্রান স্রানের বলে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন ১৭ বলে চারটি বাউন্ডারিতে ২৫ রান করা উথাপ্পা।

দলীয় ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারানো কলকাতা তাদের দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৪৮ রানের মাথায়। কলিন মুনরোকে ফেরান দীপক হুদা। উইকেটরক্ষক নামান ওঝার গ্লাভসে ধরা পড়ার আগে মুনরো করেন ১০ রান। অষ্টম ওভারে দীপক হুদার দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন ইনফর্ম গম্ভীর। ১৫ বলে ১৬ রান করে হেনরিকসের হাতে ধরা পড়েন কলকাতার দলপতি।

১১তম ওভারে বোলিং আক্রমণে আসেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে তিনি খরচ করেন মাত্র ৬ রান। তার দ্বিতীয় ওভারে আরও ১৪ রান নেন কলকাতার ব্যাটসম্যানরা।

দলীয় ৫৭ রানে তৃতীয় উইকেটের পতন হলে কলকাতার ব্যাটিংয়ের হাল ধরেন ইউসুফ পাঠান এবং মানিশ পান্ডে। ইনিংসের ১৬তম ওভারে ভুবনেশ্বর ফিরিয়ে দেন পান্ডেকে। তৃতীয় উইকেটে পান্ডে-পাঠান যোগ করেন ৮৭ রান। উইলিয়ামসনের হাতে ধরা পড়ার আগে পান্ডের ব্যাট থেকে আসে ৪৮ রান। ৩০ বল মোকাবেলা করে তিনি দুটি বাউন্ডারির সাথে তিনটি ওভার বাউন্ডারি হাঁকান।

ইনিংসের ১৭তম ওভারে আবারো বোলিং আক্রমণে আসেন মুস্তাফিজ। এসেই নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরত পাঠান জেসন হোল্ডারকে। হেনরিকসের হাতে ধরা পড়ে ব্যক্তিগত ৩ রানে ফেরেন এই ক্যারিবীয়। মুস্তাফিজের করা তৃতীয় ওভারে কলকাতা ৯ রান তুলে নেয়।

টুর্নামেন্টে প্রথম দেখায় (১৬ এপ্রিল) নিজেদের মাঠেই কলকাতার কাছে আট উইকেটের বড় ব্যবধানে হার মানে সানরাইজার্স।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা গুজরাট লায়ন্সের সংগ্রহ ১৪ ম্যাচে ১৮। এ ম্যাচে মাঠে নামার আগ পর্যন্ত এক ম্যাচ কম খেলা সানরাইজার্স ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছিল। এখন পর্যন্ত এই দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। সমান ম্যাচে ১৪ পয়েন্টে তিনে বেঙ্গালুরু ও একই পয়েন্টে চারে কলকাতা।

সানরাইজার্স একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, যুবরাজ সিং, দীপক হুদা, ময়েজেস হেনরিকস, নামান ওঝা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, করন শর্মা, মুস্তাফিজুর রহমান, বারিন্দার স্রান।

কলকাতা একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, সূর্যকুমার যাদব, সাকিব অাল হাসান, উইসুফ পাঠান, কলিন মুনরো, সুনীল নারাইন, অঙ্কিত রাজপুত, কুলদীপ যাদব, জ্যাসন হোল্ডার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২২ মে ২০১৬  আপডেট: ১৭৫৯ ঘণ্টা
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।