ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরা খেলাটিই খেলবেন আল আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৬
সেরা খেলাটিই খেলবেন আল আমিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরের শুরু থেকেই বল হাতে দুর্দান্ত প্রাইম দোলেশ্বরের টাইগার পেসার আল আমিন হোসেন। সাত ম্যাচে তার উইকেট সংখ্যা ১০টি।

 

সবশেষ ম্যাচে গেল ১৬ মে মিরপুরে মোহামেডানের বিপক্ষে তুলে নিয়েছেন ৩ উইকেট। বল হাতে এমন ধারাবাহিকতা অষ্টম রাউন্ডে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষেও ধরে রাখতে চাইছেন দোলেশ্বরের এই স্ট্রাইক বোলার। ইচ্ছে আছে এই রাউন্ডে আরও ভাল কিছু করার।
 
সোমবার (২৩ মে) মিরপুর ক্রিকেট একাডেমির মাঠে অষ্টম রাউন্ডের ম্যাচপূর্ব অনুশীলন শেষে আল ‍আমিন জানান, ‘বেসিক যে কাজ আছে, ব্যাটিং বোলিং ও ফিল্ডিং সেটা করার চেষ্টা করবো। নিজের লক্ষ্য ফিট থেকে পুরো টুর্নামেন্ট ভালোভাবে শেষ করা। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টেই সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ’
 
তবে গেল ২১ মে ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাতে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে পিচের অবস্থা কিছুটা বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আল আমিন। তবে পিচ বা উইকেটের অবস্থা যাই হোক না কেন নিজেদের সেরা খেলাটি খেলতে পারলে জয় অধরা থাকবে না বলে বিশ্বাস করেন দোলেশ্বর পেসার, ‘বৃষ্টি হয়েছে। ওয়েদারটা (আবহাওয়া) একটু অন্যরকম। তাই বোঝা যাচ্ছে না উইকেটের ধরণ কেমন হবে। আশা করি, আমাদের ব্যাটসম্যান ও বোলাররা যে ফর্মে আছে সেটাই তারা বজায় রাখবে। ’
 
ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ম্যাচ দিয়ে অষ্টম রাউন্ডে মাঠে নামবে প্রাইম দোলেশ্বর। তবে গেল ২-৩ দিন ধারাবাহিকভাবে বৃষ্টি হলেও ফতুল্লার উইকেট স্পোর্টিং হবে বলে মত আল আমিনের, ‘ফতুল্লার উইকেট স্পোর্টিং উইকেট। আমার মনে হয় ফতুল্লা ও বিকেএসপির উইকেটটা স্পোর্টিং হওয়া উচিৎ। ’
 
মঙ্গলবার (২৪ মে) কলাবাগান ক্রিকেট একাডেমির মুখোমুখি হবে আল ‍আমিনদের প্রাইম দোলেশ্বর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ২৩ মে ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।