মিরপুর থেকে: কলাবাগান ক্রীড়া চক্রের বোলিং তোপে ২১৪ রানের সহজ লক্ষ্যও টপকাতে পারলো না ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বল হতে মাশরাফি, রাজ্জাকদের চোখ রাঙানিতে ২০৫ রানে গুটিয়ে গিয়ে ভিক্টোরিয়া ম্যাচ হারে ৮ রানে।
বৃহস্পতিবার (২৬ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে কলাবাগান ক্রীড়া চক্র। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন কলাবাগানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও জসিমউদ্দিন।
অষ্টম ওভারে দলীয় ৪৪ রানে মাহবুবুল আলম রবিনের বলে ব্যক্তিগত ২৪ রানে চতুরঙ্গ ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন জসিমউদ্দিন। এর ঠিক পরের বলেই আরেক ওপেনার সাদমান ইসলামকে (১২) এলবি’র ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন মাহবুবুল আলম রবিন। তবে শেষ পর্যন্ত তিনি সেই কাজটি করতে পারেননি।
দলীয় ৪৪ রানে পরপর দুই উইকেটের পতনে কিছুটা ব্যাকফুটে যাওয়া কলাবাগান রীতিমতো চাপেই পড়ে যখন আরও ৩৯ রান দলের সঙ্গে যোগ হতে না হতেই বিদায় নেন দুই টপঅর্ডার রোহান প্রেম ও তাসমাউল হক। তাসমাউলের ব্যক্তিগত সংগ্রহ ছিল ২০ ও রোহান খেলেছেন মাত্র ১ রানের ইনিংস।
তবে কলাবাগান ক্রীড়া চক্রকে ব্যাট হাতে সম্মানজনক সংগ্রহ এনে দিতে একাই লড়েছেন মিডল অর্ডারের মেহরাব হোসেন জুনিয়র। আর তার অপরাজিত ৮৬ রানের দায়িত্বশীল এক ইনিংসে এক ওভার বাকি থাকতেই ২১৩ রানের স্বল্প সংগ্রহে অলআউট হয় মাশরাফির নেতৃত্বাধীন কলাবাগান।
ভিক্টোরিয়ার হয়ে বল হাতে মাহবুবুল আলম রবিন ৩টি, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন ও চতুরঙ্গ ডি সিলভা ২টি করে আর সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন ১টি উইকেট।
জয়ের জন্য ২১৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে মাশরাফিদের বোলিং তোপে দলীয় ৫২ রানেই চার টপঅর্ডার আব্দুল মজিদ, সোহরাওয়ার্দী শুভ, মুমিনুল হক ও অধিনায়ক নাদিফ চৌধুরিকে হারিয়ে চাপে পড়ে ভিক্টোরিয়া।
আব্দুল মজিদ ব্যক্তিগত ১০, সোহরাওয়ার্দী শুভ ১, মুমিনুল হক ১৩ ও নাদিফ চৌধুরী ১৩ রানের ইনিংস খেলে বিদায় নেন।
তবে, আল আমিনের ব্যাটে চেপে চাপ কাটিয়ে ওঠার সম্ভাবনা দিলেও ব্যক্তিগত ৬৭ রানে তিনি রান আউট হন। এরপর আর খেলায় ফেরা হয়নি ভিক্টোরিয়ার। মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে না পারলে ২০৫ রানে অলআউট হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
ভিক্টোরিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেছেন জুবায়ের আহমেদ।
কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে বল হাতে শরীফুল্লাহ ৩টি, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক ২টি করে, আর শাহবাজ চৌহান ও দেওয়ান সাব্বির নিয়েছেন ১টি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২৬ মে ২০১৬
এইচএল/এমআর