ঢাকা: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের। সব ছাপিয়ে আজকের ম্যাচে ক্রিকেট প্রেমীদের দৃষ্টি থাকছে বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের ওপর।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দ্রাবাদের দলপতি ডেভিড ওয়ার্নার। ট্রেন্ট বোল্টের বদলি হিসেবে এক ম্যাচ পরেই আবারো মাঠে নামছেন মুস্তাফিজ।
কোয়ালিফায়ারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট মাঠে নামতে দেয়নি মুস্তাফিজকে। তবে, হায়দ্রাবাদ সে ম্যাচে গুজরাট লায়ন্সকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে।
তার জায়গায় দলটি মাঠে নামায় পুরো টুর্নামেন্টে রিজার্ভ বেঞ্চে থাকা কিউই পেসার ট্রেন্ট বোল্টকে। সে ম্যাচে ৪ ওভারে একটি উইকেট দখল করে ৩৯ রান খরচ করেন বোল্ট।
এবারের আইপিএলের ডেথ ওভারের (১৬-২০) সবচেয়ে কৃপণ বোলার হিসেবে জায়গা দখল করে আছেন মুস্তাফিজ। চলতি মৌসুমে ১৬ থেকে ২০ ওভারের মধ্যে অন্তত ৬ ওভার হলেও করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমানই রান খরচে সবচেয়ে বেশি কৃপণতা দেখিয়েছেন। ডেথ ওভারে সব দলের ব্যাটসম্যানদের মারকুটে তাণ্ডবের পরও টাইগার বিস্ময়বালকের খরচ মাত্র ৭ দশমিক ২৮ করে।
সানরাইজার্সের হয়ে ১৫ ম্যাচ খেলা মুস্তাফিজুরের প্রতি ম্যাচে ওভারপ্রতি রান খরচ ৬ দশমিক ৭৩। এই টুর্নামেন্টে ১৬ ব্যাটসম্যানকে ধরাশায়ী করেছেন মুস্তাফিজ।
আইপিএলের চমক মুস্তাফিজ সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় শীর্ষেই রয়েছেন। এর সঙ্গে ফাইনালে দুর্দান্ত কিছু করলে সেটি তার দল তো বটেই, বাংলাদেশের জন্যও হবে আনন্দের বড় বিষয়। সে অপেক্ষায় মুস্তাফিজ, অপেক্ষায় হায়দ্রাবাদ, অপেক্ষায় কোটি কোটি টাইগার প্রেমী।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ২৯ মে ২০১৬
এমআর