ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গাঙ্গুলির কলকাতায় প্রথমবার বিপিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ৩০, ২০১৬
গাঙ্গুলির কলকাতায় প্রথমবার বিপিএল ছবি: সংগৃহীত

ঢাকা: কলকাতায় আয়োজিত হতে চলেছে বিপিএল। চোখ কপালে তোলার মতো কিছুই ঘটেনি।

ভারতের মাটিতে বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) নয়, সেখানে অনুষ্ঠিত হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ (বিপিএল)।

 

ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলির ইচ্ছেতেই সেখানে বিপিএলের প্রথম আসর বসতে যাচ্ছে। বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গাঙ্গুলি।

 

নতুন এই ঘরোয়া ক্রিকেটের আসরটিতে থাকবে মোট আটটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল। দলগুলোতে শুধুমাত্র বেঙ্গলের ক্রিকেটাররাই অংশ নেবেন।

এরই মধ্যে পাঁচটি দল নিশ্চিত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আরও তিনটি দল নিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে আসরটি।

টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের নিচে। প্রায় দুই সপ্তাহ ধরে চলবে বিপিএলের ম্যাচগুলো। আসরের ফরমেট হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতোই।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।