ঢাকা: আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে যেমন তার চারটি ওভার দেখার জন্য সবার চুলছেঁড়া অপেক্ষা ছিল, ঠিক তেমনই যেন সোমবার (৩০ মে) সন্ধ্যার পর থেকে অপেক্ষা শুরু হলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত সাড়ে ৯টায় যে ক্রিকেটের ‘জুলিয়াস সিজার’ মুস্তাফিজুর রহমান দেশে ফিরবেন, যিনি সদ্যসমাপ্ত আইপিএলে ‘গেলেন, খেললেন, জয় করলেন’।
কিন্তু রাত সাড়ে ৯টায়ও তার ফ্লাইট বিমানবন্দরে অবতরণের খবর মিলছিলো না, বিজয়ী বীরের প্রত্যাবর্তনের অপেক্ষাটা আরও বাড়তে থাকলো। ঘণ্টাখানেক বাদে খবর এলো। অবশেষে নামলো তার ফ্লাইট। নামলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করলো মুস্তাফিজকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।
আনুষ্ঠানিকতা সারতে সারতে সময় লাগলো আর কিছুটা। কিছু সময় পরই তার শিশুতোষ উজ্জ্বল মুখ আলো ছড়াতে থাকলো বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের অভ্যর্থনা কক্ষে। ‘বীর’ মুস্তাফিজ সামনে এগোতেই যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ অপেক্ষারতরা তার দিকে এগিয়ে গেলেন। কালো বুট, নেভি ব্লু জিন্স প্যান্ট আর হলুদ টি-শার্ট গায়ে সাদামাটা মুস্তাফিজ আইপিএল জয় করে এলেও তার ‘বেশ’টা ঠিক যেন ‘বিজয়ী’র মতো লাগছিল না।
আরিফ খান জয় ও নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ অন্যান্য কর্মকর্তারা নিয়ে গেলেন এক গুচ্ছ লাল গোলাপ আর সোনার পালকের মতো একটি ‘জারবেরা’ ফুল দিয়ে বানানো ‘রাজমুকুট’। মাথায় পরিয়ে দিলেন সেই মুকুট। গলায় দিলেন কাঠবেলি ও গাজরা ফুলে গাঁথা মালা। এবারই যেন মুস্তাফিজকে ‘আইপিএল’ জয় করে আসা ক্রিকেটের ‘জুলিয়াস সিজার’র মতো লাগতে লাগলো। তারপর উপমন্ত্রী-বিসিবি সিইওসহ কর্মকর্তারা মুস্তাফিজের হাতে তুলে দিলেন ফুলের তোড়া।
এরমধ্যেই সবার সঙ্গে শুরু হলো শুভেচ্ছা বিনিময় পর্ব। মুখে সেই মায়াবী শিশুসুলভ হাসি নিয়েই মুস্তাফিজ একে একে সবার সঙ্গে করমর্দন করে গেলেন।
ফুলেল অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময় করতে করতে মুস্তাফিজকে বসতে হলো অভ্যর্থনা কক্ষে। সবাই যে তার আইপিএল জয়ের গল্প শুনতে বিমানবন্দরে।
এরমধ্যেই শুরু হলো মিষ্টিমুখ পর্ব। আইপিএলে ‘সেরা উদীয়মান ক্রিকেটার’ হয়ে ‘বাংলাদেশিদের জাত’ চিনিয়ে আসা মুস্তাফিজের মুখে মিষ্টি তুলে দিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হলো।
এ পর্বের মধ্যেই অভ্যর্থনা কক্ষে বসে মুস্তাফিজ বলতে থাকলেন তার আইপিএল জয়ের গল্প, যে গল্প বিস্ময়ভরে দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। যে গল্পের শেষ লাইনগুলো সংবাদমাধ্যম বলেছে এভাবে, ‘প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে শিরোপার স্বাদ পেয়েছেন মুস্তাফিজ। রোববার ফাইনালে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে নবম আসরের শিরোপা জেতে। এই জয়ের ক্ষেত্রে বিশেষভাবে মুস্তাফিজ-ভুবনেশ্বরের ডেথ ওভারের বোলিংকে কৃতিত্ব দিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। ’
আর মুস্তাফিজ বলছিলেন এভাবে, ‘জীবনের প্রথম আইপিএল। দেশবাসীর দোয়ায় শুরুটা যেমন ভালো ছিল, শেষটাও ছিল তেমনি ভালো। আমি এখনও অনেক ছোট। চেষ্টা করবো সামনে এর চাইতেও ভালো কিছু করতে। ’
যে আইপিএল জয়ের ‘গল্পপাঠে’ উচ্ছ্বসিত হয়ে উপমন্ত্রী আরিফ খান জয় বলছিলেন, ‘মুস্তাফিজ আমাদের বীর, আমাদের সন্তান। দেশের নবরাজ কুমার। মুস্তাফিজের বিরল প্রতিভা বাঙালি জাতিকে সবচেয়ে বেশি গর্বিত করেছে। আজ বাঙালি জাতি উৎসবের রঙে রঙিন হয়েছে। মুস্তাফিজ আজ উৎসবের মধ্যমণি। ’
বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এইচএ/
** মুস্তাফিজের প্রতিভা বাঙালি জাতিকে গর্বিত করেছে, বললেন জয়
** এ যেন বীরের প্রত্যাবর্তন
**আইপিএল জয় করে ফিরলেন ‘বীর’ মুস্তাফিজ
**আইপিএল মাতিয়ে রাতে ফিরছেন মুস্তাফিজ
**সেরা উদীয়মান পুরস্কার মুস্তাফিজের
**আইপিএলে ডেথ ওভারের সেরা বোলার মুস্তাফিজুর
**মুস্তাফিজের নাম জপছেন রবি শাস্ত্রী-শিখর-নেহরা-স্যামিরা
**মুস্তাফিজের ‘যত্ন’ নিতে বলছেন ‘মুগ্ধ’ মুরালিধরন
**জাদুকর মুস্তাফিজে অভিভূত আইপিএল
**মুস্তাফিজের সঙ্গে বল করতে পারা দারুণ ব্যাপার: ভুবনেশ্বর
**‘মিডিয়াম ফাস্ট স্লো অফ স্পিনার লেগ কাটার বোলার’ মুস্তাফিজুর!
**মুস্তাফিজের জন্য গুগলে বাংলা শিখছেন ওয়ার্নার