ঢাকা: উগান্ডা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন কেনিয়ার সাবেক অধিনায়ক স্টিভ টিকোলো। ২০১৭ সালে বিশ্ব ক্রিকেট লিগে তৃতীয় বিভাগে অংশগ্রহনের আগে আফ্রিকান দলটির কোচ হলেন তিনি।
উগান্ডায় টিকোলোর এটি দ্বিতীয় মেয়াদে আসা। এর আগে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে ২০১২-১৩ সালে ছিলেন তিনি। তার সময় উগান্ডা আফ্রিকান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে নেপালের সঙ্গে সেরা দুই জায়গা করে নেয় দলটি।
টিকোলো কেনিয়া জাতীয় দলের হয়ে ১৮ বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সে সময় তিনি দলটির হয়ে ১৩৫টি ওয়ানডে ও ১৫টি টি-২০ ম্যাচ খেলেন। তার আক্রমণাত্মক ব্যাটিং, পার্টটাইম বোলিং ও অসাধারণ নেতৃত্ব তাকে কেনিয়া তথা বিশ্ব ক্রিকেটে চেনায়। সে সময় তাকে বলা হতো ছোট দলের বড় তারকা।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ৩১ মে, ২০১৬
এমএমএস