ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যামেরা দেখে এড়িয়ে গেলেন ‘দ্য ফিজ’

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ১, ২০১৬
ক্যামেরা দেখে এড়িয়ে গেলেন ‘দ্য ফিজ’

সাতক্ষীরা: ঘুমাতে গিয়েছিলেন রাত সাড়ে ৩টায়। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।

তাই ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়েছে দ্য ফিজ খ্যাত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ঘুম থেকে ওঠার পরপরই প্রথমেই মা মাহমুদা খাতুনসহ পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের হাতে অনেকটা বাধ্য হয়েই মিষ্টি মুখ করতে হয়েছে তাকে।

এরপর বাড়ির উঠানে বের হতেই অপেক্ষমাণ সংবাদকর্মীদের ক্যামেরা দেখে দেন এক দৌড়।   দৌড়ে ঢুকে যান ঘরের ভিতরে। পরে স্থানীয় তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোটর অনুরোধে বের হয়ে আসেন ঘর থেকে।

তবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে হ্যাঁ, না বাদে আর কোন কথাই বলেননি তিনি। আইপিএল-এ প্রথমবারের মতো অংশগ্রহণ ও চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানতে চাইলে বলেন, ভাল। আর সতীর্থদের বাংলা শেখানোর বিষয়ে জানতে চাইলে বলেন, তারাই ইচ্ছা করে শিখেছে।

মা মাহমুদা খাতুন বলেন, ওর জন্য দুপুরে দেশি মুরগি ও খিচুড়ি রান্না করবো। ও দেশি মুরগি খেতে পছন্দ করে। আর মুস্তাফিজ বলেন, মা যা রান্না করে তাই ভাল লাগে।

এদিকে, সকালে জনতা ব্যাংক উজিরপুর শাখার গ্রাহক দ্য ফিজ মুস্তাফিজুর রহমানকে সংবর্ধণা দিতে আসেন শাখা ব্যবস্থাপক শেখ শামীম আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা। আর একটি ফ্রিজসহ উপহারের পসরা নিয়ে আসেন কোকাকোলা কোম্পানির কালিগঞ্জ উপজেলা রিসোর্স অফিসার হাবিবুর রহমান।

তবে, বাড়ি থেকে বের হওয়া একটু কষ্টসাধ্য বলে জানালেন মুস্তাফিজের সেঝো ভাই মোখলেছুর রহমান পল্টু। বললেন, বিসিবির নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া কোন জায়গায় গেলে সবাই ঘিরে ধরে। সুস্থভাবে চলাফেরা করাটা দায় হয়ে যায় আমাদের।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ০১ জুন, ২০১৬
এমএমএস

**কাউন্টিতে অনিশ্চিত মুস্তাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।