ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি’র প্রথম ম্যাচে বাংলাদেশ-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ১, ২০১৬
চ্যাম্পিয়নস ট্রফি’র প্রথম ম্যাচে বাংলাদেশ-ইংল্যান্ড বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২০১৭ সালের ১ জুন থেকে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ ‘এ’তে খেলবে বাংলাদেশ।

টাইগারদের গ্রুপে থাকছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ম্যাচের প্রথম দিনই দ্যা ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।

এবারের অষ্টম আসরে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ওভালে। আর ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিরা।

১ জুন থেকে শুরু হয়ে ফাইনালের মধ্যে দিয়ে আসরের পর্দা নামবে ১৮ জুন। আসরটিতে আইসিসি ৠাংকিংয়ের সেরা আট দল অংশগ্রহন করছে। ইতিমধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেরা সপ্তম দল হয়ে আসরে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। গত ৩০ সেপ্টেম্বর ২০১৫ সালে সেরা আট দলই এবার সুযোগ পাচ্ছে।

এবারের টুর্নামেন্টটি মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামগুলো হলো, বারমিংহামের এজবাস্টন, কার্ডিফের ওয়েলস স্টেডিয়াম ও লন্ডনের দ্যা ওভাল।

টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলো মূল আয়োজনের ঠিক এক বছর আগে। আর টুর্নামেন্টের মোট আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়ে। গ্রুপ দুটির নাম দেওয়া হয়েছে ‘এ’ ও ‘বি’। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আর সেখান থেকে সেরা দুটি দল সেমিফাইনাল খেলবে।

এ প্রসঙ্গে আইসিসি’র চীফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ছোট একটি ইভেন্ট। যেখানে ক্রিকেটার ও সমর্থকরা বেশ উপভোগ করে থাকেন। ’

তিনি আরও বলেন, ‘২০১৭ সালের এটি শুধুমাত্র একটি ওয়ানডে প্রতিযোগিতা নয়, কারণ ২০১৯ সালের বিশ্বকাপে সেরা আট দল ঠিক তিন মাস পরেই বাছাই করা হবে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। ’

নিচে ৠাংকিং সহ দুটি গ্রুপের নাম দেওয়া হলো:

গ্রুপ ‘এ’             গ্রুপ ‘বি’
১ অস্ট্রেলিয়া         ২ ভারত
৪ নিউজিল্যান্ড       ৩ দক্ষিণ আফ্রিকা
৬ ইংল্যান্ড           ৫ শ্রীলঙ্কা
৭ বাংলাদেশ          ৮ পাকিস্তান


আসরের সময়সূচী:

বৃহস্পতিবার, ১ জুন-ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ওভাল
শুক্রবার, ২ জুন-নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন
শনিবার, ৩ জুন-শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, ওভাল
রোববার, ৪ জুন-পাকিস্তান বনাম ভারত, এজবাস্টন
সোমবার, ৫ জুন-অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, ওভাল
মঙ্গলবার, ৬ জুন-নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, কার্ডিফ
বুধবার, ৭ জুন-দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, এজবাস্টন
বৃহস্পতিবার, ৮ জুন-ভারত বনাম শ্রীলঙ্কা, ওভাল
শুক্রবার, ৯ জুন-বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, কার্ডিফ  
শনিবার, ১০ জুন-অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, এজবাস্টন  
রোববার, ১১ জুন-ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ওভাল
সোমবার, ১২ জুন-পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, কার্ডিফ  
বুধবার, ১৪ জুন-প্রথম সেমিফাইনাল (‘এ’ ১ বনাম ‘বি’ ২), কার্ডিফ
বৃহস্পতিবার, ১৫ জুন-দ্বিতীয় সেমিফাইনাল (‘এ’ ২ বনাম ‘বি’ ১), এজবাস্টন
রোববার, ১৮ জুন-ফাইনাল, ওভাল
সোমবার, ১৯ জুন-রিজার্ভ ডে

পূর্ববর্তী বিজয়ীদের তালিকা

১৯৯৮-দক্ষিণ আফ্রিকা
২০০০-নিউজিল্যান্ড
২০০২-ভারত ও শ্রীলঙ্কা
২০০৪-ওয়েস্ট ইন্ডিজ
২০০৬-অস্ট্রেলিয়া
২০০৯-অস্ট্রেলিয়া
২০১৩-ভারত

* ১৯৯৮ এবং ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি নক-আউট নামে পরিচিত ছিল

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০১ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।