ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছুটি শেষে রাতে ফিরছেন হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ১, ২০১৬
ছুটি শেষে রাতে ফিরছেন হাথুরুসিংহে চন্ডিকা হাথুরুসিংহে-ছবি:সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশেষে লম্বা ছুটি কাঁটিয়ে আজ রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরছেন এই শ্রীলঙ্কান এই কোচ।

রাত সাড়ে ৯টায় ঢাকায় ফেরার কথা তার।

ক্রিকেট বোর্ডের বেশ কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে  টাইগারদের হেড কোচের জন্য। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের খেলোয়াড় বাছাই ও কোচ নিয়োগ, নতুন কাঠামোর নির্বাচক কমিটিতে তার ভূমিকা-এসব ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তার মতামতের ওপর।
 
চলতি মাসে শেষ হবে হাথুরুসিংহের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন শ্রীলঙ্কান এই কোচ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ০১ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।