ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের দশম রাউন্ড খেলে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। পয়েন্ট টেবিলের শীর্ষে (১৪ পয়েন্ট) থেকেই সেরা ছয়ে প্রথম দল হিসেবে ওঠে দোলেশ্বর।
এক রাউন্ড আগেই সুপার লিগের প্রথম তিন দল পাওয়া গেছে। বাকি তিনটি দল কারা তা জানতে হলে চোখ রাখতে হবে শেষ রাউন্ডের (একাদশ) ম্যাচে। আগামী ০৬ ও ০৮ জুন অনুষ্ঠিত হবে একাদশ রাউন্ডের তিনটি করে মোট ছয়টি ম্যাচ।
সুপার লিগে ওঠার দৌঁড় থেকে ছিটকে গেছে তিনটি দল-কলাবাগান ক্রিকেট একাডেমি, ক্রিকেট কোচিং স্কুল ও ব্রাদার্স ইউনিয়ন। সুপার লিগের দৌঁড়ে থাকা বাকি ছয়টি দল হলো-মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক, কলাবাগান ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এর মধ্যে সমান ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে আবাহনী ও মোহামেডান। বাকি চারটি দলের পয়েন্ট ১০ করে। শেষ রাউন্ডে আবাহনী ও মোহামেডান নিজ নিজ খেলায় জয় পেলে ১৪ পয়েন্ট নিয়ে সরাসরি উঠে যাবে সুপার লিগে। বাকি চার দলের মধ্যে সুপার লিগে জায়গা পাবে একটি দল।
সেই দলটি কারা সেটি নিয়েই চলছে আলোচনা। শনিবার (০৪ জুন) ফতুল্লায় মুশফিকুর রহিমের মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে সুপার লিগে খেলার সম্ভাবনা দারুণভাবে তৈরি করেছে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। এজন্য শেষ ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে জয় পেতে হবে তাদের। সুপার লিগে খেলতে হলে শুধু জিতলেই হবে না, লিগের অন্য তিন ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
শেষ রাউন্ডে বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে মোহামেডান, ফতুল্লায় গাজী গ্রুপের বিপক্ষে ভিক্টোরিয়া আর প্রাইম ব্যাংকের বিপক্ষে প্রাইম দোলেশ্বর জয় পেলে সুপার লিগ নিশ্চিত হয়ে যাবে মাশরাফির কলাবাগানের। ১০ পয়েন্ট থাকা প্রতিটি দলের জন্যই সমীকরণ বেশ জটিল। জয়ের সঙ্গে অন্য ম্যাচের ফলাফল নিজেদের সমীকরণের সহায়ক হলেই খুলবে সুপার লিগের দরজা।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এসকে/এমআরপি