ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নির্বাচন প্রক্রিয়ায় দ্বি-স্তর, থাকছে প্রধান নির্বাচকের পদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ৫, ২০১৬
নির্বাচন প্রক্রিয়ায় দ্বি-স্তর, থাকছে প্রধান নির্বাচকের পদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: দুটি স্তরের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচকের পদ বহাল রেখে আগের মতোই তিন সদস্যের নির্বাচক প্যানেল থাকছে।

সঙ্গে যুক্ত করা হচ্ছে ছয় সদস্যের নির্বাচক কমিটি।

রোববার (০৫ জুন) মিরপুরে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিসিবি পরিচালকদের সঙ্গে আলোচনার পর সংবাদমাধ্যমকে এমন সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচক প্যানেলে আগের মতোই তিনজন থাকবেন। তারা হলেন-ফারুক আহমেদ, মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার। নতুন যোগ হওয়া নির্বাচক কমিটিতে থাকবেন ৬ জন। এদের মধ্যে তিনজন নির্বাচক প্যানেলের। বাকি তিনজন হলেন কোচ, ম্যানেজার ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান। এ তিনজনের অবশ্য মাঠে থেকে খেলোয়াড়দের খেলা দেখা কিংবা পারফরম্যান্স মূল্যয়ন বাধ্যতামূলক নয়।  

নির্বাচন প্রক্রিয়া নিয়ে নাজমুল হাসান জানান, ‘কোনো সিরিজের আগে আহবায়ক হিসেবে সভা ডাকবেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান। সিরিজ সামনে রেখে কোন ধরনের খেলোয়াড় দরকার সেটি জানিয়ে একটা প্রতিবেদন জমা দেবেন তারা। কৌশলগত কারণে তার কোন ধরনের খেলোয়াড় দরকার সেটা জানাবেন কোচ। ম্যানেজারের দায়িত্ব থাকবে অধিনায়ক, সহ-অধিনায়কসহ যারা আছেন তাদের মতামত,  চিন্তাধারা উপস্থাপন করা। সে অনুযায়ী নির্বাচক প্যানেল তাদের নির্বাচনের কাজ শুরু করবেন। সকলে মিলে স্বাক্ষর করে আমার কাছে পাঠাবেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ০৫ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।