ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিডিয়ার ওপর চটেছেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুন ৬, ২০১৬
মিডিয়ার ওপর চটেছেন উমর আকমল উমর আকমল-ছবি:সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান উমর আকমল। আচরণবিধী লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন।

তবে এ সবই পাকিস্তানের গণমাধ্যমের সৃষ্টি বলে জানিয়েছেন আকমল।

 

এক টিভি সাক্ষাতকারে আকমল জানান, দেশটির গণমাধ্যম তার ওপর নেতিবাচক খবর প্রকাশ করছে। তবে ২৬ বছর বয়স্ক এ তারকা আরও জানান ভবিষ্যতে সমর্থকরা তাকে আরও পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে দেখবে।

 

আকমল বলেন, ‘আমি পাকিস্তানের গণমাধ্যমের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন পাকিস্তানি ক্রিকেটারদের সমর্থন করে ও পাকিস্তান ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে সাহায্য করে। তাদের উচিৎ ছোট ছোট ব্যাপারগুলো বড় ভাবে তুলে না ধরা। ’

আকমল পাকিস্তান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৬টি টেস্ট, ১১১টি ওয়ানডে ও ৭৯টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে সব ফরম্যাট মিলিয়ে তার তিনটি সেঞ্চুরি সহ ৫ হাজারের বেশি রান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ০৬ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।