ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে ভিসা পেলেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ৯, ২০১৬
অবশেষে ভিসা পেলেন আমির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: অবশেষে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে হাফছেড়ে বাঁচলো দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। শঙ্কা কাটিয়ে ইংল্যান্ড সফরে এই পেসারকে নিয়ে যেতে পারছে পিসিবি।

বাঁহাতি এই পেসারের ভিসা সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

 

চলতি বছরের জানুয়ারিতেও পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের আগে এমন সমস্যায় পড়ে পিসিবি। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো পাকিস্তানি এই ফাস্ট বোলারকে ভিসা দিতে চায়নি নিউজিল্যান্ড। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সুরাহা হয়। ভিসা পেয়ে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন আমির।

আমির বাংলাদেশে বিপিএল, এশিয়া কাপ আর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও অংশ নেন। তবে, ইংল্যান্ডে প্রবেশের অনুমতি নিয়ে শঙ্কা দেখা দেয়। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ইংল্যান্ডে জেল খেটেছেন আমির। ফলে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো ইংল্যান্ডও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের ভিসা দিতে আগ্রহী ছিলনা।

ইংল্যান্ডের আইন অনুযায়ী আমিরকে ভিসা দিতে সমস্যা তৈরি হয়। তাদের অভিবাসী আইনানুযায়ী সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সাধারণত পরবর্তীতে ইংল্যান্ডে প্রবেশের অনুমতি পান না। তবে, ক্রিকেট বোর্ডের শিথিলতায় তা ভেবে দেখার অবকাশ থাকায় অবশেষে আমিরকে ভিসা দেয় দেশটির কর্তৃপক্ষ।

গত ২০ মে ইসলামাদে অবস্থিত ইংল্যান্ড অ্যাম্বাসিতে আমিরের ভিসার জন্য আবেদনপত্র জমা দেয় পিসিবি। ভিসা প্রাপ্তির আবেদনপত্রের পক্রিয়া সম্পন্ন করা হলেও ইংল্যান্ড অ্যাম্বাসি থেকে কোনো গ্রিন সিগনাল দেওয়া হয়নি। বৃহস্পতিবার (০৯ জুন) পিসিবি থেকে আমিরের ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

ইংল্যান্ড সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ০৯ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।