ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ে ফিরলো অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ে ফিরলো অজিরা ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রি-দেশিয় ওয়ানডে সিরিজে ডেভিড ওয়র্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়ে জয়ে ফিরলো অস্ট্রেলিয়া। আগের ম্যাচে এই প্রোটিয়াদের বিপক্ষেই লো-স্কোরিং ম্যাচে হার মানে অজিরা।

তবে এদিন ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও জ্বলে উঠলে জয় সহজ হয় স্টিভেন স্মিথদের।

ত্রি-দেশিয় সিরিজের দ্বিতীয় পর্বে সেন্ট কিটসে মুখোমুখি হয় দু’দল। তবে অজিদের দেওয়া ২৮৯ রানের টার্গেটে ৪৭.৪ ওভারে ২৫২ রানেই গুটিয়ে যায় দ.আফ্রিকা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়াদের টপঅর্ডার ব্যাটসম্যানরা ভালো করলেও, ইনিংস বড় করতে না পারাটাই ছিলো দলটির ব্যর্থতার কারণ। সর্বোচ্চ ৬৩ রান আসে ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। ৬০ রান করে ওপেনার হাশিম আমলা অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ৩৯ ও জেপি ডুমিনি ৪১ করলেও দলকে জয় এনে দিতে পারেনি।

অজি বোলারদের মধ্যে সমান তিনটি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও স্পিনার অ্যাডাম জাম্পা। তবে সদ্য ইনজুরি থেকে ফিরে আসার স্টার্কের বল ছিলো অসাধারণ তিনি ১০ ওভারে মাত্র ৪৩ রান দেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ার্নারের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে অস্ট্রেলিয়া। বাঁহাতি এ ওপেনার ১২০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১০৯ রান করে ওয়েন পারনেলের বলে আউট হন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আগে ওসমান খাজার ব্যাট থেকে। ‍আর ৫২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্মিথ।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান স্পিনার ইমরান তাহির। আর একটি করে উইকেট লাভ করেন কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা, পারনেল ও অ্যারন পাহানগিসো।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ১২ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।