ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

একমাত্র ম্যাচে মুখোমুখি বরিশাল-খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
একমাত্র ম্যাচে মুখোমুখি বরিশাল-খুলনা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে আজ (রোববার, ২০ নভেম্বর) একটি ম্যাচই অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ছয়টার এ ম্যাচে মুখোমুখি হচ্ছে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স।

ঢাকা: বিপিএলে আজ (রোববার, ২০ নভেম্বর) একটি ম্যাচই অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ছয়টার এ ম্যাচে মুখোমুখি হচ্ছে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স।

এবারের আসরে এ ম্যাচের মধ্যদিয়েই দু’দল প্রথমবার পরস্পরের মুখোমুখি হচ্ছে।

বরিশালের বিপক্ষে নামার আগে অবশ্য খুলনা বেশ ফুরফুরে মেজাজেই আছে। কারণ শেষ ম্যাচে তারা শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে ৯ রানে হারিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে আছে। তবে বরিশাল নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে।

পয়েন্ট টেবিলে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার অবস্থান তৃতীয়। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে দলটির সংগ্রহ আট পয়েন্ট। সমান ম্যাচে তিন জয় ও দুই হারে মুশফিকুর রহিমের বরিশাল ছয় পয়েন্ট সংগ্রহ করে রয়েছে চারে।

ছয় ম্যাচে চার জয় ও দুই হারে আট পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা। আর পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে সমান ‍আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রংপুর। তবে এ ম্যাচ জিতলেই শীর্ষে জায়াগা করে নেবে খুলনা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।