ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে অজিদের রেকর্ড ভাঙলেন কুক-হামিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ভারতে অজিদের রেকর্ড ভাঙলেন কুক-হামিদ ছবি: সংগৃহীত

১৫ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন অ্যালিস্টার কুক ও হাসিব হামিদ। টেস্টে ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে ওপেনিংয়ে সবচেয়ে বেশি ওভার ব্যাটিং করার নতুন দৃষ্টান্ত (২০০০ সালের পর) স্থাপন করেছেন দু’জন।

ঢাকা: ১৫ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন অ্যালিস্টার কুক ও হাসিব হামিদ। টেস্টে ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে ওপেনিংয়ে সবচেয়ে বেশি ওভার ব্যাটিং করার নতুন দৃষ্টান্ত (২০০০ সালের পর) স্থাপন করেছেন দু’জন।

রোববার (২০ নভেম্বর) বিশাখাপত্তম টেস্টের চতুর্থ দিনে  ২০৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। জয়ের জন্য ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ৪০৫। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৪৫৫ রানের জবাবে ২৫৫ রানে অলআউট হয়েছিল সফরকারীরা।

ওপেনিং জুটিতে ২৩.২ ওভার পার করতেই রেকর্ড-বুকে নাম লেখান কুক ও হামিদ। ধৈয্যশক্তির ভালোই পরীক্ষা দেন দু’জন। ৫১তম ওভারে গিয়ে ইংলিশদের ওপেনিং জুটি ভাঙে। দলীয় স্কোর তখন ৭৫।

রবিচন্দ্রন অশ্বিনের করা ‍দ্বিতীয় বলটি অভাবনীয়ভাবে নিচু হয়ে আসায় পরাস্ত হন ১৯ বছর বয়সী হামিদ। এলবিডব্লু হওয়ার আগে ১৪৪ বল খেলে ২৫ রান করেন তিনি। এ সিরিজ দিয়েই ইংলিশ দলে অভিষিক্ত হন এ উঠতি ব্যাটসম্যান।

আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন ও মাইকেল স্ল্যাটারের দখলে। ২০০১ সালে কলকাতা টেস্টের চতুর্থ ইনিংসে তারা ২৩.২ ওভার (৭৪ রান) ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস ও গ্যারি কারস্টেনকে (১৭.৫ ওভার, ২০০০ সালে মুম্বাইয়ে) ছাড়িয়ে গিয়েছিলেন।

পরে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও তৌফিক ওমর। কলকাতায় ২০০৫ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তারা ১৮.৫ ওভার উইকেটে টিকে থাকেন। রানের হিসেবে অবশ্য সবার উপরে আফ্রিদি-ওমরের ৯৩ রানের ওপেনিং জুটি। এর পরেই কুক-হামিদের অবস্থান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।