ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুখোমুখি সাকিব-স্যামি, তামিম-মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
মুখোমুখি সাকিব-স্যামি, তামিম-মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

চট্টগ্রামে বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে তামিমের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপর ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

ঢাকা: চট্টগ্রামে বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে তামিমের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপর ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা-রাজশাহী ও পৌনে ৬টায় কুমিল্লা-চিটাগং ম্যাচটি শুরু হবে।

টানা পাঁচ ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। টুর্নামেন্টে টিকে থাকতে জয় ভিন্ন কিছুই ভাবছেন না মাশরাফি বিন মর্তুজা। তামিম ইকবালদের অবস্থানও নড়বড়ে! ছয় ম্যাচে জয় মাত্র দু’টিতে।

স্যামি-সাব্বির-মিরাজদের রাজশাহীর একই দশা। তিন দলই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া। সুবিধাজনক অবস্থানে তারকাসমৃদ্ধ সাকিব আল হাসানের দল।

গত ১৯ নভেম্বরের ম্যাচে রাজশাহীকে ৩২ রানে হারিয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলে কুমিল্লা শিবির। এর আগের দিন নিজেদের সবশেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষেই স্বরূপে ফেরে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা চিটাগং।

সাত দলের পয়েন্ট টেবিলে ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা। সমান ম্যাচে চার পয়েন্টে পাঁচে চিটাগং। দুই পয়েন্টে তলানিতে কুমিল্লা। সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় পাঁচ নম্বরে এক ম্যাচ কম খেলা রাজশাহী।

শীর্ষে থাকা মাহমুদউল্লার খুলনা টাইটান্সের সংগ্রহ ছয় ম্যাচে ১০ (৫ জয়, ১ হার)। সমান ম্যাচে চারে মুশফিকের বরিশাল বুলস (৬) ও এক ম্যাচ কম খেলে তিনে নাঈম-সৌম্য-আফ্রিদির রংপুর রাইডার্স (৮)।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।