ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শোয়েব-স্মিথ ঝড়ে চিটাগংয়ের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
শোয়েব-স্মিথ ঝড়ে চিটাগংয়ের চ্যালেঞ্জিং স্কোর ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শোয়েব মালিক ও ডোয়াইন স্মিথের ঝড়ো ফিফটিতে বরিশাল বুলসকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ১৮৫।

চট্টগ্রাম থেকে: শোয়েব মালিক ও ডোয়াইন স্মিথের ঝড়ো ফিফটিতে বরিশাল বুলসকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ১৮৫।

রায়াদ এমরিতের করা শেষ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন মালিক। ৯টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান অভিজ্ঞ পাকিস্তান অলরাউন্ডার। সাত রানে অপরাজিত থাকেন জহুরুল ইসলাম। দু’জনের পঞ্চম উইকেট জুটিতে আসে ১৬ বলে ৪৫।

বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক তামিম ইকবাল। ওপেনিংয়ে ক্যারিবীয় তারকা স্মিথের সঙ্গে ৪৩ রানের পার্টনারশিপে দলকে ভালো শুরু এনে দেন তিনি।

পাওয়ার প্লে’র শেষ ওভারে আউট হন তামিম (১৯)। পেসার কামরুল ইসলাম রাব্বির করা ষষ্ঠ ওভারের চতুর্থ বলে আবু হায়দারের ক্যাচে পরিণত হন এ দেশসেরা ওপেনার।

তামিম ফিরলেও ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন স্মিথ। ২৮ বলে ৬টি চার ও দুই ছক্কায় অর্ধশতক তুলে নেন। আনামুল হককে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে আরো ৩৯ রান তোলেন। ১১তম ওভারে আনামুলকে (১১) ডেভিড মালানের তালুবন্দি করেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।

দলকে চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দিয়ে ফেরেন স্মিথ। খেলেন ৪৯ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস। তাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। দলীয় ১২৯ রানের মাথায় পেরেরার ফুলটস বলে ডিপ মিডউইকেটে এনামুল ‍হকের হাতে ধরা পড়েন। ১৮তম ওভারে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ নবীকে (৪) নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন রাব্বি।

এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হলো দু’দল। ঘরের মাঠে চিটাগংয়ের প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জ। গত ১৪ নভেম্বরের ম্যাচটিতে ১৬৪ রানের লক্ষ্যটা সাত উইকেট ও দুই বল হাতে রেখে টপকে যায় বরিশাল।

এদিকে, মঙ্গলবারের (২২ নভেম্বর) প্রথম ম্যাচটিতে খুলনা টাইটান্সকে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রংপুর রাইডার্স। দুইয়ে নেমে গেছে মাহমুদউল্লাহর খুলনা।

তামিমদের সামনে টানা তৃতীয় জয়ের হাতছানি! রাজশাহী কিংসকে ১৯ রানে হারানোর পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ‍ছয় উইকেটের জয় তুলে নেয় চিটাগং। যদিও হার দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করে তারা। ১৭ নভেম্বরের ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের কাছে ১৯ রানে হেরে যায় স্বাগতিকরা।

অন্যদিকে, চট্টগ্রামে এসে যেন খেই হারিয়ে ফেলেছে বরিশাল। রংপুরের বিপক্ষে ১২ রানের আক্ষেপ দিয়ে শুরু। সবশেষ ম্যাচেও (২০ নভেম্বর) খুলনার কাছে ২২ রানে হারের হতাশায় ডোবে মুশফিকুর রহিমের দল।

এবার তাদের জয় দিয়ে ঢাকায় ফেরার চ্যালেঞ্জ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সাকিবদের কাছে ৮ উইকেটে হেরে গেলেও ঢাকা পর্ব-১ এ পরের তিন ম্যাচেই জয়ের ধারায় থাকে বরিশাল।

সাত দলের পয়েন্ট টেবিলে সাত ম্যাচে তিন জয় ও চার হারে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চিটাগং। সমান পয়েন্টে পাঁচে এক ম্যাচ কম খেলা বরিশাল। শীর্ষে থাকা রংপুরের সংগ্রহ ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০।

রান রেটে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে এক ম্যাচ বেশি খেলা খুলনা। সাত ম্যাচে ৮ পয়েন্টে তিনে সাকিবের ঢাকা। মাত্র ‍এক ম্যাচ জিতে তলানিতে মাশরাফির কুমিল্লা (সাত ম্যাচ)। ছয় ম্যাচে চার পয়েন্টে ছয়ে অবস্থান করছে স্যামি-সাব্বিরের রাজশাহী।

চিটাগং একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, আনামুল হক (উইকেটরক্ষক), শোয়েব মালিক, মোহাম্মদ নবী, জহুরুল ইসলাম, সাকলাইন সজিব, সুবাশিষ রায়, জাকির হাসান, ইমরান খান, তাসকিন আহমেদ।

বরিশাল একাদশ: জিভান মেন্ডিস, শাহরিয়ার নাফিস, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, থিসারা পেরেরা, নাদিফ চৌধুরী, রায়াদ এমরিত, আবু হায়দার, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।