ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রানে না থাকলেও চাপমুক্ত আছে সৌম্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
রানে না থাকলেও চাপমুক্ত আছে সৌম্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৌম্য সরকারের কি হলো? গত কয়েকমাস ধরে ক্রিকেটাঙ্গনের আলোচিত প্রশ্ন। সেই ভয়ডরহীন ব্যাটিং তো উধাও, রানেও চলছে খরা।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: সৌম্য সরকারের কি হলো? গত কয়েকমাস ধরে ক্রিকেটাঙ্গনের আলোচিত প্রশ্ন। সেই ভয়ডরহীন ব্যাটিং তো উধাও, রানেও চলছে খরা।

চলতি বিপিএলে রংপুর রাইডার্স ভালো খেলছে বলে সৌম্যর রান করার শূন্যতাটা ধরা পড়ছে না তেমন। কিন্তু সৌম্যর মতো প্লেয়ার ছয় ম্যাচ খেলে ৭৭ রান করবে কেন? মঙ্গলবারও সৌম্যর ব্যাটে সেই খরার ধারা বজায় ছিল। রংপুর রাইডার্সের জেতা ম্যাচে সৌম্যর অবদান ১৩ বলে ৩ রান।

ম্যাচ শেষে তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া রংপুর রাইডার্সের অলরাউন্ডার জিয়াউর রহমানকে কথা বলতে হলো সৌম্য সরকারকে নিয়েও।

সৌম্য সরকার ম্যাচের পর ম্যাচ রান পাচ্ছে না এটা কি দলের ওপর চাপ বাড়াচ্ছে না, এমন প্রশ্নে বাংলাদেশ দলের হয়ে খেলা জিয়াউর রহমান জানান, ‘সৌম্য খুব ভালো প্লেয়ার। তার ওপর কোনো চাপ নেই। সে ফ্রি’ই আছে। নিয়মিত ব্যাটিং অনুশীলন করে যাচ্ছে। আশা করছি সে খুব দ্রুতই রানে ফিরবে। ’

দলের সফলতার কারণ হিসেবে জিয়াউর রহমান জানান, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে এগুচ্ছি। উইকেটটা কিছুটা ডিফারেন্ট থাকলেও আমরা প্ল্যান মতো বোলিং করেছি। ব্যাটিংটাও ভালো হয়েছে। ’

চলতি বিপিএল’র শীর্ষে এখন জিয়াউর রহমানের দল। তবে এ নিয়ে এখনি বাড়তি উচ্ছ্বাস করতে নারাজ তিনি।

জিয়াউর রহমান জানান, ‘এখনও আমাদের ছয়টা ম্যাচ বাকি আছে। আরও বহুদূর যেতে হবে। ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে এগুতে চাই আমরা। ’

চারটা ম্যাচ খেলা হয়ে গেলেও জিয়াউর রহমানকে এখন পর্যন্ত ব্যাটিং করতে নামতে হয়েছে মাত্র একটি ম্যাচে। অন্য ব্যাটসম্যানরা তাকে সেই সুযোগই দিচ্ছে না।

জিয়াউর রহমান জানান, ‘টপ ও মিডল অর্ডার ভালো খেলায় আমিও তেমন ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছি না। তবে আমরা সবাই প্রস্তুত আছি। আমিও মানসিকভাবে ব্যাটিংয়ের জন্য সবসময় প্রস্তুত থাকি। ’

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।