ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

'ক্যারিবিয়ানরা যে জোরে মারে নন স্টাইকিংয়ে দাঁড়াতে ভয় লাগে'

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
'ক্যারিবিয়ানরা যে জোরে মারে নন স্টাইকিংয়ে দাঁড়াতে ভয় লাগে'

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ বলে ঢাকা থেকে আসা অনেক সাংবাদিকই রাতের ট্রেন ধরতে আগেই জহুর আহমেদ স্টেডিয়াম ছেড়ে গেছেন। তাই চট্টগ্রাম ভাইকিংস বনাম বরিশাল বুলস ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ...

চট্টগ্রাম: চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ বলে ঢাকা থেকে আসা অনেক সাংবাদিকই রাতের ট্রেন ধরতে আগেই জহুর আহমেদ স্টেডিয়াম ছেড়ে গেছেন। তাই চট্টগ্রাম ভাইকিংস বনাম বরিশাল বুলস ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আসন প্রায় ফাঁকা।

তাই দেখে চট্টগ্রাম ভাইকিংস এর প্রতিনিধি হয়ে আসা এনামুল হক রসিকতার সুরে প্রথমেই বললেন, 'কি ব্যাপার, বহুদিন পর আসলাম। কোনো টিভি চ্যানেলি নেই। কোথাও দেখাবে না আমাকে। '

***মুশফিকদের লজ্জায় ডুবিয়ে উড়ছে তামিমের চিটাগং

প্রেস কনফারেন্সে তখন হাসির রোল। এই হাসির রেশ থাকলো পুরো সংবাদ সম্মেলনজুড়েই। যেনো প্রেস কনফারেন্স নয় হচ্ছে কোনো 'লাফটার চ্যালেঞ্জ রাউন্ড'।

শুরুতে টানা চার হারের পর টানা জয়।

তাই বিজয় বলেন, এখন বেশ ভালো। এর মধ্যে দিয়ে দলের চাঙ্গা ফিরে এসেছে। '

চলতি বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়েও খুশি বিজয়।

বলেন, 'বিপিএল আমি সবসময় উপভোগ করি। প্রথম পর্বে আমাদের আরও ছয়টা ম্যাচ আছে। আরও বেশি ভালো করার সুযোগ আছে। '

গত বার তলানিতে ছিল চট্টগ্রাম ভাইকিংস। প্রথম চার ম্যাচে হারার পর এবারও সেই সম্ভাবণা উঁকি দিচ্ছিলো। এবারও তলানিতে থাকার বিষয়টি মাথায় ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'সেটাতো অবশ্য মাথায় ছিল। কারণ আমরা গত বিপিএলে মাত্র দুটি ম্যাচ জিতেছিলাম। '

ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা খুব জোরের উপর মারে উল্লেখ করে বিজয় বলেন, গতবার হেইলের সঙ্গে ব্যাটিং করলাম। এবার স্মিথের সঙ্গে। তারা খুব কম কথা বলে, তবে বল মারে জোরে। তাই তাদের সঙ্গে নন স্টাইকিং প্রান্তে দাঁড়াতে ভয় লাগে। তাদের গায়ে যত শক্তি।

এ কথা বলেই আবার হাসি। সাংবাদিকরাও হাসছেন।

এর আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় কয়েকদফা মাশরাফির সঙ্গে কথা বলতে দেখা গেছে বিজয়কে।

কি কথা হয়েছিল মাশরাফির সঙ্গে এমন প্রশ্নের জবাবে বিজয় বলেন, ভাই বলছিল, স্মিত আউট হোক, তুই হইস না। আর আমি পুল শটটা ভালো খেলি। তাই ভাই সেটা যেনো মারতে না পারি সেভাবে বল করছিল। কিন্তু দেখেশুনে খেলার পরামর্শও দিচ্ছিল। '

প্রশ্ন শেষ। তবে উঠতে চাচ্ছেন না বিজয়। হাসতে হাসতে বলতে থাকেন আরও কিছু প্রশ্ন করুনন না। অনেকদিন পর আসলাম। । সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে মাঠকর্মীদের  সেলফির আবদার মেটানোর সময়ও বেশ কয়েকদফা রসিকতা করতে দেখা গেল বিজয়কে। ব্যাট কথা বলছে। এমন ফুরফুরে মেজাজে থাকার তো কথাই!

বাংলাদেশ সময়: ০০.৩৩ ঘণ্টা, নভেম্বর ২২,২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।