ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ খেলতে থাইল্যান্ড যাচ্ছে নারী দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এশিয়া কাপ খেলতে থাইল্যান্ড যাচ্ছে নারী দল ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ২৬ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে নারীদের এশিয়া কাপ। এ আসরে অংশ নিতে আগামীকাল (২৪ নভেম্বর) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে রুমান আহমেদের দল।

ঢাকা: আগামী ২৬ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে নারীদের এশিয়া কাপ। এ আসরে অংশ নিতে আগামীকাল (২৪ নভেম্বর) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে রুমান আহমেদের দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসরটি।

স্বাগতিক থাইল্যান্ডসহ এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ড।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২৮ নভেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। পরের দিন (২৯ নভেম্বর) বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৩০ নভেম্বর পাকিস্তান ও ০৩ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা। ০৪ ডিসেম্বর ‍হবে টুর্নামেন্টের ফাইনাল।

এশিয়া কাপে ভালো করতে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের অধীনে প্রায় এক মাসের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর একাডেমি মাঠ ও কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে হয়েছে রুমানা-জাহানারা-সালমাদের প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।