ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জানুয়ারিতে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জানুয়ারিতে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল ছবি:সংগৃহীত

আগামী বছরের ৯ জানুয়ারি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বাংলাদেশ ওমেন্স উইংয়ের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বুলু বুধবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ কথা জানান।

ঢাকা: আগামী বছরের ৯ জানুয়ারি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বাংলাদেশ ওমেন্স উইংয়ের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বুলু বুধবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ কথা জানান।

ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই পর্বের পর ভারত সফরে যাওয়ার সম্ভাবনার কথাও জানান বিসিবির এ পরিচালক।

তিনি বলেন, ‘জানুয়ারির ৯ তারিখ দক্ষিণ আফ্রিকা আসবে, পাঁচটা ওয়ানডে খেলবে। যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্ব আছে শ্রীলঙ্কাতে। তার আগে  এ সিরিজটা একটা প্রস্তুতি হবে। বাছাইপর্বের পর আমরা কোয়ালিফাইং করার পর ভারত সফরে যাব। ’

গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফর করার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। কিন্ত নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে সে সময়ে আসেনি তারা। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া পুরুষ দল বাংলাদেশ সফর বাতিল করার পরপরই না আসার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী দলও।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।