ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সহযোগী দেশগুলোর সঙ্গে টি-২০ টুর্নামেন্টে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
সহযোগী দেশগুলোর সঙ্গে টি-২০ টুর্নামেন্টে বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি’র সহযোগী দেশগুলোকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। এমনটি জানিয়েছে ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। যেখানে আমন্ত্রণ জানানো হতে পারে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ ও জিম্বাবুয়েকেও।

ঢাকা: ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি’র সহযোগী দেশগুলোকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। এমনটি জানিয়েছে ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

যেখানে আমন্ত্রণ জানানো হতে পারে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ ও জিম্বাবুয়েকেও।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অবশ্য এখনও ২০১৮ টি-২০ বিশ্বকাপকে অনুমোদন দেয়নি। তবে এক সূত্র জানায়, এই টুর্নামেন্টের ফলে বিশ্বকাপ আয়োজনে সবুজ সংকেত পাওয়া যাবে। তবে ২০১৭ সালের প্রথম দিকের এই আসরটি বিশ্বকাপের বাছাইপর্বের অর্ন্তভূক্ত হবে না।

আইসিসি যদি বিশ্বকাপে অনুমোদন দেয় তবে বাছাইপর্ব হতে পারে ২০১৭ সালের শেষ অথবা ২০১৮ সালের শুরুর দিকে।

এই টুর্নামেন্টে সহযোগী দেশগুলোর মধ্যে থাকছে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও ওমান। এদের মধ্যে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনির ওয়ানডে ও টি-২০ স্ট্যাটাস রয়েছে। নেদারল্যান্ডস ও ওমান অবশ্য ২০১৬ টি-২০ বিশ্বকাপ খেলেছিল।

আগামী বছরের ছয় থেকে ২০ জানুয়ারিতে দুবাইয়ের একাডেমিতে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের অংশগ্রহনের ব্যাপারে অন্য একটি সূত্র জানিয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু জানায়নি। গত মার্চে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের পর আফগানিস্তান, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান এবারই প্রথম ম্যাচ খেলবে। আর গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে এশিয়া কাপের পর এবারই প্রথম টি-২০ ম্যাচ খেলবে আমিরাত।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।