ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতের চ্যাম্পিয়ন্স লিগ বয়কটের হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ভারতের চ্যাম্পিয়ন্স লিগ বয়কটের হুমকি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতীয় নারী দলের ছয় পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। আর এর প্রতিবাদ হিসেবে ক্ষুব্ধ বিসিসিআই ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হুমকি দিয়েছে।

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে আরও খারাপ সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বোর্ড হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। ভারতের নারী ক্রিকেট দলের পর এবার ধোনি-কোহলিদেরও আইসিসির চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুর।

উড়ি সীমান্তে জঙ্গি হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারতীয় নারী দল। গত ০১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে সিরিজটি হওয়ার কথা ছিল।

আইসিসির নিয়ম ভঙ্গ করে ভারত সেই সিরিজে খেলেনি। ফলে, ভারতীয় নারী দলের ছয় পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। আর এর প্রতিবাদ হিসেবে ক্ষুব্ধ বিসিসিআই ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হুমকি দিয়েছে।

আইসিসির চেয়ারম্যান হওয়ার পর থেকেই ভারতীয় বোর্ডের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয় বিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের। বিসিসিআইয়ের এক বোর্ড কর্মকর্তা জানান, ‘এখন পরিস্থিতি এমন যে, দেখে মনে হচ্ছে, মনোহরের বিসিসিআই-বিরোধী মনোভাব বদলে ভারত-বিরোধী মনোভাব তৈরি হয়েছে। তিনি যখন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি জানতেন কেন ছেলেদের ভারত-পাকিস্তান সিরিজ সম্পন্ন হয়নি। তারপরও মেয়েদের এভাবে পয়েন্ট কেটে নেওয়ার কোনো মানে হয় না। আমাদের কাছে পরিস্কার যে মনোহর দেশের মানুষের আবেগকে পাত্তা দেন না? এখন যা পরিস্থিতি তাতে শুধু ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, মেয়েদের এশিয়া কাপেও আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ আমরা বয়কট করতে পারি। ’

এদিকে, আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘চুক্তি অনুযায়ী ০১ আগষ্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। কিন্তু ভারত না খেলায় তিন ম্যাচ থেকে দুই পয়েন্ট করে মোট ছয় পয়েন্ট দেয়া হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেট দলকে। এছাড়া, আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের রাউন্ড ৬-এ পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলার কথা ছিল। ভারত যেহেতু খেলতে চায়নি তাই পুরো পয়েন্ট পাকিস্তানকে দেয়া হলো। ভারতের পরিসংখ্যানে ৫০ ওভারের ম্যাচে তাদের রান ধরা হয়েছে শূন্য। আইসিসির টেকনিক্যাল কমিটি এই সিদ্ধান্ত কার্যকর করেছে। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।