ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১১৪ বছরে সবচেয়ে দুর্ভাগা অধিনায়ক স্মিথ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
১১৪ বছরে সবচেয়ে দুর্ভাগা অধিনায়ক স্মিথ! ডু প্লেসিস ও স্মিথ (ডানে)-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়া ক্রিকেটের বাজে সময়ের সঙ্গে ভাগ্যটাও খারাপ যাচ্ছে অধিনায়ক স্টিভেন স্মিথের। না হলে টসে হেরে ১১৪ বছরের মধ্যে দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা অধিনায়ক হবেন কেন! এ নিয়ে টানা ছয় টেস্টে কয়েন হাতে ম্যাচের আগেই হেরে গেছেন স্মিথ।

ঢাকা: অস্ট্রেলিয়া ক্রিকেটের বাজে সময়ের সঙ্গে ভাগ্যটাও খারাপ যাচ্ছে অধিনায়ক স্টিভেন স্মিথের। না হলে টসে হেরে ১১৪ বছরের মধ্যে দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা অধিনায়ক হবেন কেন! এ নিয়ে টানা ছয় টেস্টে কয়েন হাতে ম্যাচের আগেই হেরে গেছেন স্মিথ।

অ্যাডিলেডে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ম্যাচে ফাফ ডু প্লেসিসের বিপক্ষে টসে হারেন স্মিথ। এর আগে ১৮৯৯ থেকে ১৯০২ সালে অজিদের নেতৃত্ব দেওয়া জো ডারলিং টানা ছয় টেস্টে টসে হেরে গিয়েছিলেন।

এদিকে টস হারলেই যে ম্যাচ হারা হয়ে যায় এমন পরিসংখ্যান অবশ্য কোথাও নেই। মাঠের খেলায় পারফরম্যান্সটাই আসল। তবে এ পর্যায়েও কপাল খারাপ স্মিথের। এর আগে টানা পাঁচ টেস্টেই হারতে হয়েছে তার নেতৃত্বে থাকা দলটিকে।

টসে জিতে এদিন আগে ব্যাট করা প্রোটিয়ারা অবশ্য শুরুটা ভালো করতে পারেনি। ১০০ রানের আগে হারিয়ে ফেলে চারটি উইকেট। যেখানে দুই, তিন ও চার নম্বরে  নামা ডিন এলগার, হাশিম আমলা ও জেপি ডুমিনি সমান পাঁচ রানে আউট হন। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম।

অজিরা এ ম্যাচে হেরে গেলে দলটির ইতিহাসে যোগ হবে ‍আরও একটি বাজে রেকর্ড। কারণ প্রথম দুই টেস্টে হারা দলটি এখন পর্যন্ত ঘরের মাঠে তিন বা তার বেশি ম্যাচের কোনো সিরিজে হারেনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।