লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আঙ্গুলে চোট পাওয়ায় পাঁচ ম্যাচ সিরিজের বাকিগুলোতে ছিটকে যান কিলার খ্যাত ব্যাটসম্যান মিলার।
ইনফর্ম ব্যাটসম্যান মিলার স্কোয়াড থেকে বাদ পড়লেও বেহারদিনকে নিয়ে আশাবাদী ডি ভিলিয়ার্স, ‘বেহারদিন এমন একজন ক্রিকেটার যাকে যে কেউ দলে নিতে চাইবে।
এর আগে ডারবানে অনুষ্ঠিত দ্বিতীয় ওডিআইতে ১১৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন মিলার। লঙ্কান ইনিংসের অষ্টম ওভারে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান তিনি। ম্যাচের বাকি সময়ে আর মাঠে নামতে পারেননি।
এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাত থেকে দশ দিন সময় লাগতে পারে। শনিবার (৪ ফেব্রুয়ারি) তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। জোহানেসবার্গে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। সিরিজ বাঁচাতে সফরকারী লঙ্কানদের জয়ের বিকল্প নেই। ২-০ তে এগিয়ে স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস