সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পাপন বলেন, ‘তিন বছর হলো আমরা বোর্ডের দায়িত্ব নিয়েছি। এরমধ্যে যতগুলো সিরিজ, টুর্নামেন্ট বা ম্যাচ হয়েছে এর মধ্যে সবচেয়ে কঠিন ভারতের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট ম্যাচটি।
এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট ম্যাচটিকে কঠিন বলার কারণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভারত অত্যন্ত শক্তিশালী দল, ওদের মাটিতে ওরা আরও শক্তিশালী। আরও শক্তিশালী বললে ভুল হবে, ওদের হারানো সম্ভব না। আমরা বিশ্বের আরও দলগুলোক দেখেছি, তারা ভারত গিয়ে কিভাবে নাস্তানাবুদ হয়েছে। ওদের অপ্রতিরোধ্য মনে হয়েছে। কারণ ওদের দারুণ কিছু প্লেয়ার আছে। ব্যাটিং লাইন সুপার। ওদের নয় নাম্বার ব্যাটসম্যানরা এসে যে রান করে সেটা দেখার মতো, অকল্পনীয়। স্পিনেও ওদের অশ্বিন, জাদেজার মতো প্লেয়ার আছে, যারা স্পিন উইকেট ছাড়াও কল্পনাতীতভাবে বল ঘুরাতে পারে। ওরা অবশ্যই আমাদের স্পিনারদের চেয়ে বেশ এগিয়ে আছে। এটা আমাদের জন্য খুবই কঠিন একটি ম্যাচ। ’
তবে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট মেজাজে খেলতে পারলে ভালো কিছুরই সম্ভাবনা দেখছেন পাপন। আর না পারলে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়া ব্যতীত কোনো পথই খোলা নেই বলেও মত তার।
পাপন যোগ করেন, ‘আমাদেরও বিশ্বমানের প্লেয়ার আছে। তাদের ভালো না করার কোনো কারণ নেই। কিন্তু সমস্যা একটাই; সেটা হলো টেস্ট খেলার মানসিকতা সবার মধ্যে গড়ে উঠেনি। আমাদের শট নির্বাচন ঠিক নেই, আমরা অস্থির ও দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ধৈর্য ধরার অভ্যাস কম। সেটা আমরা আগেও দেখেছি। তারা যদি ঠান্ডা মাথায় খেলতে পারে তাহলে ভালো হবে। আর আগের মতো খেললে ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি। পুরোটাই নির্ভর করছে তাদের উপর। এমন না তাদের কোনো দক্ষতার ঘাটতি আছে। ’
এদিকে ভারতের মতো শক্তিশালী দেশের বিপক্ষে দল গঠন করতে গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে রীতিমতো হিমশিম খেত হচ্ছে বলে জানালেন পাপন, ‘ভারতের বিপক্ষে দল বানানো কঠিন। আমরা যখন নিউজিল্যান্ডে খেলেছি সেখানে তিনটা পেসার খেলিয়ে তারাও ক্লান্ত হয়ে গিয়েছে। এখানে যদি স্পোর্টিং উইকেট হয় তাহলে তিনটা পেসার নিতে হবে। আর যদি দুইটা পেসার নেই, তাহলে ৯০ ওভারের ম্যাচে তারা আর কতক্ষণ বল করতে পারবে? সেটা দেখতে হবে। সাকিব ছাড়া আমাদের আরও দুইজন স্পিনার দরকার। অন্তত একটা স্পিনারতো নিতেই হবে। তাই বোলিং যদি ঠিক করতে যাই, ব্যাটিং দুর্বল হয়ে যাচ্ছে। আর ব্যাটিং ঠিক করতে গেলে বোলিং দুর্বল হয়ে যাচ্ছে। এটা শুধু এবারই দেখছি, বিদেশের মাটিতে বাংলাদেশের আর কোনো সিরিজেই এমন পরিস্থিতি আসেনি। কারণ তাদের ব্যাটিং লাইন খুবই শক্তিশালী। আমাদের ফুল টাইম বোলারদের ওখানে সাবধানে বল করতে হবে। আর যদি পার্টটাইমাররা করে তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হবে। ’
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি