ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

উইকেট ‘বিক্রি’ ইস্যুতে পুনেতে আকসু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
উইকেট ‘বিক্রি’ ইস্যুতে পুনেতে আকসু ছবি: সংগৃহীত

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন ক্রিকেটে ফিক্সিং ইস্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ কিউরেটর পান্ডুরাং সালগাওনকার বাজিকরদের কাছে উইকেটের ধরন বাতলে দিয়ে ধরা খেয়েছেন। পিচ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।

পিচ কেলেঙ্কারির তদন্তে সহায়তা করার জন্য আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) একটি দল পুনে পৌঁছেছে। আকসু কর্মকর্তা বীর সিং, তাৎক্ষণিক এই ঘটনার তদন্তকাজে নিয়োজিত ছিলেন।

দুবাই থেকে যাওয়া বাকি সহকর্মীদের তিনি অগ্রগতি সম্পর্কে জানাবেন। এই তদন্তে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটের কাউকে অন্তর্ভুক্ত করা হবে না। সালগাওনকার ছাড়াও ছদ্মবেশী দুই সাংবাদিকের সঙ্গে কথা বলতে পারে আকসুর দলটি।

বাজিকররা অবশ্য আর কেউ ছিলেন না, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র একদল কর্মী নিজেদের পরিচয় আড়াল করে এ কাজ করেছেন। যার নাম দেওয়া হয় ‘স্টিং অপারেশন’। বাজিকরদের কাছে উইকেট ‘বিক্রি’ করতে গিয়ে ধরা পড়েন সালগাওনকার। সংবাদমাধ্যমটির ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ছদ্মবেশী বাজিকরদের ইচ্ছেমতো উইকেট বানানোর প্রতিশ্রুতি দেন তিনি। এমনকি নিয়মের কোনো তোয়াক্কা না করে ম্যাচ শুরু হওয়ার আগে বহিরাগতদের পিচের পাশে ঢোকার অনুমতি দিয়েছিলেন সালগাওনকার। বাজিকরদের তিনি জানিয়েছিলেন, এই পিচ এমনভাবে তৈরি করে দেবেন যেখানে ৩৩৭ রান উঠবে। আবার সেই রান চেজ করে জেতাও সম্ভব করবেন তিনি।

তবে, আগে ব্যাট করে নিউজিল্যান্ড ২৩০ রান করেছিল। যা ভারত ৪ ওভার হাতে রেখেই টপকে যায়।

ঘটনার ছবি প্রকাশ্যে আসার পর ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচের আগেই সালগাওনকারকে বহিষ্কার করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুনে পিচ নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টে ঘূর্ণি পিচ তৈরি করে তা আইসিসির নজরে আসে। এছাড়া, ২০১৬ সালের জানুয়ারিতে গল ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর জয়ানন্দ ওয়ার্নাবীরাকে বরখাস্ত করে আকসু।

ভবিষ্যতে মাঠ পরিচর্যাকারী ও পিচ কিউরেটরদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে এবার আইসিসির পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।