ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুনে পিচের পর কানপুরে সতর্ক ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
পুনে পিচের পর কানপুরে সতর্ক ভারত ছবি:সংগৃহীত

পুনের পিচ কাণ্ডের পরে এবার কড়া নিরাপত্তায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। বিশেষ করে মাঠের উইকেট ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত সচিব ইয়ুধবীর সিংহ জানিয়েছেন, মাঠে ঢোকার অনুমতিসহ পরিচয়পত্র ছাড়া কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

এমনকী মাঠকর্মীদেরও কারো সঙ্গে উইকেট নিয়ে আলোচনা করতে নিষেধ করা হয়েছে। বোর্ডের আঞ্চলিক কিউরেটর তাপস চট্টোপাধ্যায় রয়েছেন সেখানকার উইকেটের দায়িত্বে।

তবে পুনের কিউরেটর পান্ডুরাং সালগাওনকরের বরখাস্ত হওয়ার ঘটনার পরে তিনিও মুখে কুলুপ এটে বসেছেন।

পুনের ওয়ানডের আগে সেখানকার কিউরেটর সালগাওনকর ছদ্মবেশী জুয়াড়িদের সঙ্গে নিয়ে পিচে যান এবং তাদের পিচের বৈশিষ্ট নিয়ে যাবতীয় তথ্যও দেন, যা আইসিসির নিয়ম অনুযায়ী নিষিদ্ধ। এমনকী জুয়াড়ির আবদারে পিচে সংশোধনেরও আশ্বাস দেন তিনি। গোপন ক্যামেরায় তোলা এই কথোপকথনের ভিডিও মূলত ভারতের সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডের’ করা। চ্যানেলটিতে প্রচারিত হতেই হইচই শুরু হয়ে যায় ক্রিকেট বিশ্বে।

সঙ্গে সঙ্গেই সালগাওনকরকে বরখাস্ত করে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা। এমনকী আইসিসিও এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তাদের দূর্নীতি দমন বিভাগের কর্তারা ভারতে এসে কাজও শুরু করে দিয়েছেন। এর আগে কানপুরে গত আইপিএলের সময় তিন জুয়াড়িকে গ্রেফতার করেছিল সেখানকার পুলিশ। তাদেরও একইভাবে মাঠে ও উইকেটের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।  

সেই ঘটনার পরে সেখানকার স্থানীয় কিউরেটর শিব কুমারকে গাজিপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই শিব কুমারকে অবশ্য এই ম্যাচে পিচের কাজে ফিরিয়ে আনা হয়েছে। তবে সেটা বেসরকারি ভাবে। সেই ঘটনার পরে এটিই এখানকার প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

তবে কানপুরে হয়তো এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। কারণ এর পর থেকে লখনৌয়ের নবনির্মিত স্টেডিয়ামে সব আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার কথা ভাবছে উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা। ওই স্টেডিয়াম কয়েক মাসের মধ্যেই শতভাগ তৈরি হয়ে যাবে বলে এক কর্তা জানিয়েছেন। তার পরে আর কানপুরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।

আগামী ২৯ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কানপুরে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বর্তমানে দু’দল ১-১ ব্যবধানে সমতায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।