আবারো বাংলাদেশে এসেছেন ওয়াকার। এবার এসেছেন সিলেট সিক্সার্সের মেন্টর হিসেবে।
এবারের আসরে টানা তিন ম্যাচ জিতে উড়ন্ত সিলেট সিক্সার্সের হঠাৎই যেন ছন্দপতন। সেখান থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি নাসির-সাব্বিরের দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেটের দেয়া ১৪৭ রানের লক্ষ্যটা ৭ উইকেট ও ১৫ বল হাতে রেখে টপকে গেছে রাজশাহী।
বিপিএলের বাকি অংশ সিলেটের সঙ্গে মেন্টর হিসেবে থাকবেন ওয়াকার। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এবং কোচের ব্যাপারটি সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম নিশ্চিত করেছেন। এই সময়ে দলের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।
সিলেট সিক্সার্সের কোচিং স্টাফে ওয়াকার প্রধান কোচ হিসেবে পেয়েছেন জাহিদ এহসানকে। দলটির পরিচালনার দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এছাড়া ম্যানেজারের ভূমিকায় আছেন আরেক সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৭
এমআরপি